স্ত্রীর গয়না বিক্রি করে করোনা আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন দিচ্ছেন সালধানা

নিজস্ব প্রতিনিধিঃ দুদিন আগেও মুম্বইয়ের কেউই চিনতো না পাস্কাল সালধানাকে। সালধানা পেশায় একজন ডেকরেটর। অর্থাৎ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে মঞ্চ তৈরি করার কাজ করেন। কিন্তু সম্প্রতি এই ব্যক্তি এসেছেন খবরের শিরোনামে। এই মুহূর্তে গোটা দেশে অক্সিজেনের হাহাকার পড়ে গিয়েছে। সালধানা করোনা আক্রান্তদের জরুরি প্রয়োজনে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে দিচ্ছেন। ১৮ এপ্রিল থেকে এই কাজ করছেন তিনি।

তবে কিভাবে, সেটা জানলে অবাক হতে হবে। জানা গিয়েছে স্ত্রীর যাবতীয় গয়না বিক্রি করে এই কাজ করছেন সালধানা। বিষয়টি সামনে আসতেই নেটিজেনরা এই মধ্যবয়স্ক ব্যক্তিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। জানা গিয়েছে, পাস্কালের স্ত্রী দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন। তাঁর দুটি কিডনিই খারাপ। পাঁচ বছর ধরে চলছে ডায়ালিসিস। কদিন আগে স্ত্রীকে অক্সিজেন সাপোর্টও দিতে হয়েছিল। সেজন্য বাড়িতে একটি অক্সিজেন সিলিন্ডার মজুদ করে রেখেছেন। ১৮ এপ্রিল এক মহিলাকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হলে পাস্কাল তাঁর ঘরে মজুত থাকা সিলিন্ডারটি দেন।

এরপরেই পাস্কাল-এর স্ত্রী তাঁকে আরও বেশি করে করোনা রোগীদের সাহায্য করতে অনুরোধ করেন। কিন্তু সাহায্য তো করবেন, টাকা কোথায়? এরপর স্ত্রী তাঁর হাতে সমস্ত গয়না তুলে দেন। সেই গয়না বিক্রি করে টাকা জোগাড় করেন পাস্কাল। তাতেই তিনি সাধারণ মানুষকে অক্সিজেন সরবরাহ করছেন।

অন্যদিকে দিল্লির বাত্রা হাসপাতালের এক চিকিৎসক এদুন আত্মহত্যা করেছেন। জানা গিয়েছে, মৃত চিকিৎসকের নাম বিবেক রাই। গত কয়েকদিন ধরে একাধিক করোনা রোগীকে অক্সিজেনের অভাবে কার্যত বিনা চিকিৎসায় মরতে দেখেছিলেন বিবেক। এই ঘটনা তাঁকে অবসাদগ্রস্ত করে তোলে। শেষপর্যন্ত অবসাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য ড. রবি ওয়াংখেড়ে জানিয়েছেন। আত্মঘাতী চিকিৎসকের স্ত্রী দু মাসের অন্তঃসত্ত্বা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *