গণনা পদ্ধতিতে পরিবর্তন, দেরি হতে পারে ফলাফল ঘোষণায়

নিউজ ডেস্কঃ ভোট শেষ হতে এবার গণনার পালা। গণনাকেন্দ্রগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে অন্য বারের তুলনায় এবার পার্থক্য রয়েছে গণনা পদ্ধতি তে। কোরোনার ভয়াবহ পরিস্থিতি র জন্যই এই পার্থক্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর ১০৮টি গণনাকেন্ডের জন্য কাউন্টিং হালের সংখ্যা করা হেভহে দ্বিগুন। গতবার নির্বাচনে কোটিং হল ছিল ৩৮৫টি যা এবার বেড়ে হয়েছে ৭০৬টি। এছাড়া আরো কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে এবারের গণনায়।
গণনার জন্য ২৩টি জেলায় তৈরী করা হয়েছে মোট ১০৮টি গণনাকেন্দ্র। গণনা শুরু হবে রবিবার সকাল ৭তা থেকে।
প্রথমে ব্যালট পেপার গণনা হবে তারপর শুরু হবে ইভিএমের গণনা। গণনা কেন্দ্রে এবারে একটি হলে ১৪টি টেবিলের জায়গায় থাকবে ৭টি টেবিল।
ভোট গণনাকেন্দ্রে কমিশনের কর্মীদের ছাড়া বা কমিশনের অনুমতি পত্র ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। প্রতি রাউন্ড গণনার পর করা হবে সানিতাইজ। প্রতি ২জন কর্মীর মধ্যে একজনকে পড়তে হবে পি.পি.ই ফলে চূড়ান্ত ফলাফল পেতে বেশকিছুটা দেরি হতে পারে বলে আশংকা। করোনা বিধি মণ হচ্ছে কি না দেখার দায়িত্ব থাকবে রিটার্নিং অফিসারের ওপর। কাউন্টিং রুমের বাইরে থাকবে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পর্যবেক্ষণ। ১০৮টি গণনাকেন্দ্রের জন্য নিয়োগ করা হয়েছে ২৮৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *