ধোনির ঘরের মাঠেই উদয় হল ‘নতুন ধোনি’র!
মহেন্দ্র সিংহ ধোনির ঘরের মাঠে ভারতের জয়ের নায়ক ধ্রুব জুরেল।সাড়ে তিন দিনের লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই টেস্ট সিরিজ় জিতে গেল ভারত। রাঁচীর উইকেটের সঙ্গে পশ্চিমবঙ্গের এখনকার আবহাওয়ার বিশেষ কোনও ফারাক নেই। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন রোহিত শর্মারা। ধোনির ঘরের মাঠেই উদয় হল ‘নতুন ধোনি’র।
আরো পড়ুন-শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনও বাধা নেই:জানিয়ে দিল হাইকোর্ট
রাজ্যে গরম, শীত, রোদ, বৃষ্টির যেমন কোনও নিশ্চয়তা নেই ঠিক তেমনই রাঁচীর পিচ কখন কেমন খেলবে তারও কোনও ঠিক নেই। প্রতি দিন নয়, প্রতিটি সেশনে বদলে গেল পিচের চরিত্র।
আরো পড়ুন-রাতের শহরে ফের বেপরোয়া গতির ফলে দুর্ঘটনা!বস্তির ঘরের উপর গিয়ে পরে গাড়ি
দুই ইনিংস মিলিয়ে রবিচন্দ্রন অশ্বিন ৬ ও রবীন্দ্র জাডেজা ৫ উইকেট নিয়েছেন, দুই ইনিংস মিলিয়ে যশস্বী জয়সওয়াল ১১০ রান করেছেন, তার পরেও এটা নিশ্চিত যে জুরেল না থাকলে এই ম্যাচ জিততে পারত না ভারত। প্রথম ইনিংসে ১৭৭ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পরে ভারত যে ৩০৯ রান করেছিল, তার কারণ জুরেল। এক দিকে টিকে থেকে নীচের সারির ব্যাটারদের সঙ্গে শেষ ৩ উইকেটে আরও ১৩২ রান যোগ করা সহজ নয়। দ্বিতীয় ইনিংসেও যখন পর পর দু’বলে রবীন্দ্র জাডেজা ও সরফরাজ় খানের উইকেট হারিয়ে ভারত চাপে, তখনও সাবলীল ইনিংস খেললেন তিনি। শুভমন গিলের সঙ্গে মিলে দলকে জয়ে নিয়ে গেলেন। দেখে মনেই হল না নিজের দ্বিতীয় টেস্ট খেলছেন তিনি। পোড়খাওয়া উইকেটরক্ষক-ব্যাটার বুঝিয়ে দিলেন, অনেক দিন থাকতে এসেছেন তিনি।