ভারত থেকে ফিরলেই ৫ বছরের জেল, ৩৭ হাজার পাউন্ড জরিমানা আদায় করবে এই দেশ

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে ভারত থেকে দেশে ফেরার অনুমতি দিচ্ছে না এই দেশ। শুধু তাই নয়, সেই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ দেশে ফিরলেই তার ৫ বছরের জেল হবে। সঙ্গে দিতে হবে ৩৭ হাজার পাউন্ড জরিমানা। করোনা প্রতিরোধ করতে অদ্ভুত এই নির্দেশিকা জারি করল অস্ট্রেলিয়া সরকার। এই মুহূর্তে করোনার সংক্রমণে দিশাহারা অবস্থা ভারতের। সে কারণেই ভারত থেকে নাগরিকদের ফেরা নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়ার সরকার।

এক বিজ্ঞপ্তি জারি করে স্কট মরিসন সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কেউ এই নির্দেশ লঙ্ঘন করে দেশে ফিরতে চাইলেই ৫ বছরের জেল ও সঙ্গে ৩৭ হাজার পাউন্ড জরিমানা দিতে হবে। শুক্রবার রাতে এই নির্দেশিকা জারি করেছে মরিসনের অস্ট্রেলিয়া। এই প্রথম দেশের নাগরিকদের ঘরে ফেরা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে চলেছে অস্ট্রেলিয়ায়। সরকার জানিয়েছে, সোমবার ৩ মে থেকেই কার্যকরী হবে এই নির্দেশিকা।

অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট এক বিবৃতিতে জানিয়েছেন, পরিস্থিতির চাপে বাধ্য হয়ে সরকার এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। সকলকে অনুরোধ, কেউ যেন একেবারেই হালকাভাবে বিষয়টি না নেন। কেউ সরকারের নির্দেশ অমান্য করলে তাকে কড়া শাস্তি পেতে হবে। অস্ট্রেলিয়ায় করেনার বাড়বাড়ন্ত ঠেকাতেই এবং জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। ১৫ মে-র পর পরিস্থিতি খতিয়ে দেখে এই নির্দেশিকা পুনরায় বিবেচনা করে দেখবে সরকার।

প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতেই ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া। প্রায় নয় হাজার অস্ট্রেলীয় নাগরিক ভারতে বসবাস করেন। যাদের মধ্যে কমপক্ষে ৬০০ জন অসুস্থ। অস্ট্রেলিয়ায় এখনও পর্যন্ত করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। এই মুহূর্তে বেশ কিছু অস্ট্রেলীয় ক্রিকেটার আইপিএল খেলার জন্য ভারতে রয়েছেন। এরই মধ্যে মরিসন সরকারের এই সিদ্ধান্ত কেউই ভালোভাবে নিচ্ছে না। ইতিমধ্যেই একাধিক মানবধিকার সংগঠন এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *