সঞ্জয় সিংহ সহ গোটা কুস্তি ফেডারেশনকেই নির্বাসিত করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক
সম্প্রতি ভারতীয় কুস্তি ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন সঞ্জয় সিং। যার জেরে অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক অবসর নিয়েছিলেন। এবার নিয়ম না মানার জন্য সঞ্জয় সিংহ সহ গোটা কুস্তি ফেডারেশনকেই নির্বাসিত করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।কিন্তু কেন?দেখা যাক সেই কারন…
আরো পড়ুন-‘এত মানুষের কণ্ঠে গীতা পাঠ আমাদের সামাজিক সম্প্রীতিকে আরও জোরদার করবে’:মোদি
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে জানানো হয়েছে, সঞ্জয় সিংহের কমিটি দায়িত্ব নেওয়ার পর তড়িঘড়ি অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ২০ প্রতিযোগিতা ঘোষণা করেছিল। এই ঘোষণা নিয়ম বহির্ভূত ভাবে করা হয় বলে জানিয়েছে সরকার। কোনও প্রতিযোগিতার আগে অন্তত ১৫ দিনের নোটিশ দিতে হয় বলে জানিয়েছে সরকার। কুস্তিগীরদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিতে হয়। কিন্তু কোনও নিয়মই মানা হয়নি।আর তারই জন্য গোটা ফেডারেশনকে নির্বাসনের সিদ্ধান্ত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের|
আরো পড়ুন-নিউটাউন ঝিলপাড়ে অবৈধ দোকান উচ্ছেদ ঘিরে ব্যাপক উত্তেজনা!আক্রান্ত হিডকোর কর্মী
জাতীয় কুস্তি সংস্থার সভাপতি হন সঞ্জয় সিংহ,যিনি ব্রিজভূষণ শরণ সিংহের অত্যন্ত ঘনিষ্ঠ|এবং তিনি ব্রিজভূষণের বিজনেস পার্টনারও। সঞ্জয় সিংহ ফেডারেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পরই ক্ষোভে ফেটে পরেন বিদ্রোহী পদকজয়ী কুস্তিগীররা,যারা দেশের মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা করার জন্য ব্রিজভূষণের বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছিলেন|অবসর গ্রহণ করেছিলেন সাক্ষী মালিক। যিনি রিও অলিম্পিক্সে কুস্তিতে ব্রোঞ্জ জিতেছিলেন। এবার পদ্মশ্রী পুরস্কার ফেরালেন আরেক কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনের ফুটপাতে নিজের পদ্মশ্রী রেখে এলেন পালোয়ান বজরঙ্গ।