দ্বিতীয় দফায় শনিবার রাজ্যে এল কোভ্যাকসিনের আরও ৭৫ হাজার ডোজ

নিজস্ব প্রতিনিধি: প্রত্যাশা পূরণ না হলেও রাজ্যে এসে পৌঁছল ও কোভ্যাকসিনের ৭৫ হাজার ডোজ। পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের কাছে যে পরিমাণ ভ্যাকসিন চেয়েছিল তার কিয়দংশ মাত্র এখনও পর্যন্ত এসে পৌঁছেছে। অথচ রাজ্যে সংক্রমণ ক্রমশ বাড়ছে। স্বাভাবিকভাবেই বাড়ছে ভ্যাকসিনের চাহিদা। শেষ পর্যন্ত রাজ্যকে কিছুটা স্বস্তি দিয়ে কোভ্যাকসিনের ৭৫ হাজার ডোজ এল কলকাতায়। শনিবার সকাল ৮টা নাগাদ হায়দরাবাদ থেকে কোলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় এই ভ্যাকসিন। বিমানবন্দর থেকে ওই ভ্যাকসিন নিয়ে যাওয়া হয়েছে বাগবাজার সেন্ট্রাল মেডিকেল স্টোরে।

রাজ্যের স্বাস্থ্য দফতরের শীর্ষস্থানীয় আধিকারিকরা গোটা বিষয়টি তদারকি করেন। রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোভিশিল্ড ও কোভ্যাকসিনের মোট তিন লক্ষ ৬৬ হাজার ডোজ বরাত দিয়েছিল। সেই বরাত অনুযায়ী রবিবার এক লক্ষ ডোজ কোভ্যাকসিন পাঠানো হয়। এরপর শনিবার এল আরও ৭৫ হাজার ডোজ। রবিবার থেকেই বিভিন্ন টিকাদান কেন্দ্রে এই ভ্যাকসিন পাঠানো শুরু হবে।

রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, শেষ ২৪ ঘন্টায় পশ্চিমবাংলায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৪৬ জন। মৃত্যু হয়েছে ১৩৬ জনের। অন্যদিকে কেন্দ্রের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, এখনও পর্যন্ত টিকাকরণের ক্ষেত্রে শীর্ষে রয়েছে কোলকাতা। কোলকাতায় এখনও পর্যন্ত ৩৫.৮ শতাংশ মানুষ টিকা পেয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে আহমেদাবাদ। সেখানে ২৭ শতাংশ মানুষ টিকা পেয়েছেন। তৃতীয় স্থানে থাকা বেঙ্গালুরুতে ২৪.৮ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে।

তুলনায় মুম্বইয়ে ২৩.৮ শতাংশ এবং দিল্লিতে ২১ শতাংশ মানুষ টিকা পেয়েছেন। চেন্নাইতে ২০ শতাংশের কিছু বেশি মানুষকে এখনো পর্যন্ত টিকা দেওয়া হয়েছে। করোনার হাত থেকে বাঁচতে এই মুহূর্তে কেন্দ্র ও রাজ্যগুলি টিকাকরণের উপরেই বিশেষ জোর দিচ্ছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *