ঘাসফুলে ‘দিদি নং ১’!পদ্মে প্রাক্তন সঙ্গী…

হুগলীর তৃণমূল প্রার্থী রচনা বন্দোপাধ্যায় ঘোষনা হওয়ার পরই তাকে নিয়ে চর্চা লেগেই আছে|কখনো তার কল-কারখানা নিয়ে ‘ধোঁয়াই-ধোঁয়া’ নিয়ে মন্তব্যের ভাইরাল ভিডিও,আবার কখনো হুগলীর রুষ্ট -পুষ্ট গরু, সুস্বাদু টক দই|আবার গতকালই দেখা গিয়েছে তার ঘুগনী খাওয়া ও খাওয়ানোর ভিডিও|তবে,চর্চা হবে নাই বা কেন?তিনি যে বাংলার ‘দিদি নং ১’|কিন্তু এবার শুধু তিনি নন,চর্চায় এবার এসেছেন তার প্রাক্তন স্বামীও|

আরো পড়ুন-‘কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলছে টাকা নেই ভোটে লড়তে পারবো না,আর কাউন্সিলর ৫ কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরছে’:বেআইনি বাড়ি নিয়ে লাইভ সাংবাদিক বৈঠকের মধ্যেই মেয়রকে তুলোধনা অবসরপ্রাপ্ত বিচারপতিকে

এক সময় ওড়িয়া এবং বাংলা ছবির হিট জুটি ছিল সিদ্ধান্ত মহাপাত্র এবং রচনা বন্দোপাধ্যায়৷ শোনা যায়, অভিনয়ের সূত্রেই দু জনের সম্পর্কে প্রেমে গড়ায়৷গোপনে সিদ্ধান্ত এবং রচনা বিয়ে করেন বলেও একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়৷ যদিও প্রকাশ্যে তাঁদের সম্পর্কের কথা দু জনের কেউ কখনও স্বীকার করেননি৷ পরে দু জনের বিচ্ছেদও হয়ে যায় বলে খবর৷

আরো পড়ুন-অর্থমন্ত্রীর নেই ভোটে লড়ার ‘অর্থবল’!লোকসভা নির্বাচন থেকে সরে দাড়ালেন নির্মলা

লোকসভা নির্বাচনে একদিকে যখন বিজেপিকে জোর টক্কর দিতে ঘাসফুলে যোগ দিয়েছেন রচনা,অন্যদিকে দিল্লিতে বড় চমক দিল পদ্ম শিবিরও৷ রচনার প্রাক্তন স্বামী ওড়িয়া সিনেমার জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্র এ দিন যোগ দিলেন বিজেপিতে৷তবে সিদ্বান্ত রাজনীতিতে নয়া মুখ নয়|ওড়িশার শাসক দল বিজেডি-র দু’ বারের সাংসদও ছিলেন সিদ্ধান্ত৷ এবার দলবদল করে বিজেপিতে যোগ দিলেন তিনি৷ বিজেপিতে যোগ দিয়ে সিদ্ধান্ত বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডবল ইঞ্জিন উন্নয়নকে ওড়িশাতেও আনতে হবে৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *