‘দুর্গা-preneur’ ইভেন্টের লঞ্চ করা হল নিউটাউন সার্বজনীন দূর্গা উৎসব এর পক্ষ থেকে

এবছর এই পুজো কমিটি মহিলাদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে প্রায় ৫০ থেকে ৬০ জন মহিলারা তারা নিজের হাতে তৈরি জিনিসপত্র বিক্রি করতে পারবেন নিউটন সার্বজনীন পুজো মন্ডবের স্টলে এবং সেখান থেকে যে পূঁজি রোজগার হবে সেটা সম্পূর্ণ তাদের হবে ।কমিটিকে কোন অর্থ দিতে হবে না। ইতিমধ্যে ৩০০ জনের মত আবেদনকারী আবেদন করেছেন তাদের মধ্য থেকে বাছাই করে এই পঞ্চাশ একজনকে নেয়া হবে।

আরো পড়ুন-এই মাসেই আর মাত্র কয়েকদিন পরই ছোট্ট সৌরনীলের জন্মদিন!তার আগেই সব শেষ…

এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন হিটকোর্ট চেয়ারম্যান দেবাশীষ সেন এবং নিউটাউন সার্বজনীন দূর্গা উৎসবে কমিটির মেম্বাররা।

আরো পড়ুন-যোগী আদিত্যনাথ দায়িত্ব নিচ্ছেন বাংলার?যোগীকে ভোগী বানাতে মানুষ জানে:পাল্টা মদন

সপ্তমী, অষ্টমী, নবমী এই তিন দিন নিজের হাতে তৈরি জিনিসপত্র বিক্রি করতে পারবেন এর জন্য যে মূলধন দরকার সেই ব্যবস্থায় কমিটির পক্ষ থেকে করে দেয়া হবে। যাতে তারা সমাজের প্রতিষ্ঠিত হতে পারে এবং নিজেদের কাজ কে যেন তারা সবার কাছে তুলে ধরতে পারেন। নিউটাউন দুর্গা উৎসব সমিতি হচ্ছে তাদের প্ল্যাটফর্ম|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *