মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ডের ‘বাজবল’!

মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ডের ‘বাজবল’ ,ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম আক্রমণাত্মক ক্রিকেট খেলাচ্ছেন দলকে। যে হেতু তাঁর ডাকনাম ‘বাজ়’, ইংল্যান্ডের ক্রিকেটকে বাজ়বল বলা হচ্ছে। আক্রমণাত্মক ক্রিকেট খেলতে গিয়েই ডুবল তারা। হায়দরাবাদে হারের বদলা বিশাখাপত্তনমে নিলেন রোহিত শর্মারা। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১০৬ রানে হারাল ভারত। খেলা শেষ হয়ে গেল চার দিনে। সিরিজ়ে সমতা ফেরালেন রোহিত শর্মারা।হায়দরাবাদে হারের বদলা বিশাখাপত্তনমে নিলেন রোহিত শর্মারা। কাজে এল না ‘বাজবল’। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে হারাল ভারত। সিরিজ়ে সমতা ফেরালেন রোহিত শর্মারা।

আরো পড়ুন-সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে সি সি ক্যামেরায় মুড়ে ফেলা হল বাগদা

প্রসঙ্গত, চতুর্থ দিনের খেলা শুরু করেন জ্যাক ক্রলি ও রেহান আহমেদ। দু’জনে মিলে ভালই খেলছিলেন। এক দিক থেকে যশপ্রীত বুমরা ও অন্য দিকে অক্ষর পটেলকে বল দেন রোহিত শর্মা। দু’জনে চেষ্টা করেও উইকেট তুলতে পারছিলেন না। ইংল্যান্ডকে দিনেক প্রথম ধাক্কা দেন অক্ষর। ২৩ রান করে আউট হন রেহান। অক্ষরকে সঙ্গ দেয় ভাগ্য। রেহানের বলটি নিচু হয়ে যাওয়ায় ব্যাটে লাগাতে পারেননি তিনি। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড জানিয়েছিল, লক্ষ্য বড় হলেও খেলার ধরন বদলাবে না তারা। সেটাই দেখা যায় ইংরেজ ব্যাটারদের খেলায়। ওলি পোপ ব্যাট করতে নেমে শুরু থেকেই সুইপ, রিভার্স সুইপ খেলতে শুরু করেন। ফলে রান উঠছিল। কিন্তু সেই সঙ্গে আউট হওয়ার সম্ভাবনাও বাড়ছিল এবং সেটাই হল। ২১ বলে ২৩ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন পোপ। স্লিপে ভাল ক্যাচ ধরেন অধিনায়ক রোহিত জো রুটও প্রথম বলে রিভার্স সুইপ খেলে শুরু করেন।

আরো পড়ুন-৪ দিন পর নিঁখোজ ছাত্রের দেহ মিলল পুকুরে!পুলিশি নিষ্ক্রিয়তায় ক্ষোভে ফেটে পড়ল স্থানীয়রা

পর পর দুই উইকেট পড়লেও রান তোলার গতি কমায়নি তারা। ১০ বলে ১৬ রান করে অশ্বিনের বলে বড় শট খেলতে গিয়ে আউট হন রুট। ইংল্যান্ডের ইনিংস এক দিকে ধরেছিলেন ক্রলি। অর্ধশতরান করে খেলছিলেন তিনি। ভাল দেখাচ্ছিল ক্রলিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *