খড়-মাটির গতানুগতিক নিয়ম ভেঙে এবার কাগজ দিয়ে মায়ের মূর্তি তৈরি!
খড়-মাটির গতানুগতিক নিয়ম ভেঙে এবার কাগজ থেকেই মায়ের মূর্তি তৈরি করছেন পাটুলির ঘোষপাড়া এলাকার এক শিল্পী। খবর কাগজ ভিজিয়ে মন্ড তৈরি করে তা দিয়েই তৈরি করছেন মা দুর্গার মূর্তি। শিল্পীর নাম দেশরাজ দাস।
আরো পড়ুন-৫০ লাখ চিঠি নিয়ে রাজভবন যাব,আমি তো এই চিঠি ওঁকে পড়িয়ে ছাড়ব:অভিষেক
শিল্পীর কথায়, খবরের কাগজের মতো স্বল্পমূল্যের এক বস্তু থেকে এটি তৈরি হওয়ায় একদিকে মূর্তি তৈরীর খরচ কমেছে, অন্যদিকে মাটির মূর্তির তুলনায় এটি যথেষ্টই হালকা।
আরো পড়ুন-আর অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করতে পারবেন না!বোসের ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
পাশাপাশি এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব। মূর্তি থেকে তৈরি করে সাজসজ্জা সবকিছুই তৈরি হচ্ছে কাগজ থেকে। এমনকি কোনরকম ছাঁচ ছাড়াই শিল্পীর হাতের জাদুতে সেজে উঠছেন মা দুর্গা।