এবার কি তাহলে বিদেশের মাটিতে হতে চলেছে IPL?কিন্তু কেন?কি বলছেন IPL চেয়ারম্যান…
ভারতে আগামী এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচনের কারণে সপ্তদশ আইপিএল টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহী কিংবা দক্ষিণ আফ্রিকায় আয়োজন করা হতে পারে। কিন্তু, অবশেষে সেই জল্পনার অবসান হল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে পারে। যদিও, এই টুর্নামেন্টের ফাইনাল কবে হতে পারে, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে শোনা গিয়েছে, টি-২০ বিশ্বকাপ শুরুর আগে ক্রিকেটারদের ৮ থেকে ১০ দিনের একটা বিশ্রাম দেওয়া হবে।
আরো পড়ুন-বসন্ত পঞ্চমীর পুণ্যলগ্নে ‘খাদান’-এর শুভ মহরৎ সেরে ফেললেন দেব!
হাতে আর একেবারে বেশি সময় নেই, আগামী মাসের শেষ সপ্তাহে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। এবারের এই টুর্নামেন্ট ভারতেই আয়োজন করা হচ্ছে। বুধবার অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি আইপিএল টুর্নামেন্টের চেয়ারম্যান এই ব্যাপারটা নিশ্চিত করেছিলেন। ইতিপূর্বে অপর একটি সংবাদ সংস্থা জানিয়েছিল যে আগামী ২৬ মে পর্যন্ত আইপিএল টুর্নামেন্ট আয়োজন করা হবে। অর্থাৎ মে মাসের শেষ সপ্তাহে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজন করা হতে পারে। এদিকে আবার আগামী ৫ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। সেকারণে এই টুর্নামেন্ট শুরুর আগে বিসিসিআই ভারতীয় ক্রিকেটারদের ৮ থেকে ১০ দিনের একটা বিশ্রাম দিতে চায়। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
আরো পড়ুন-নারী নির্যাতনের অভিযোগ উড়িয়ে দিল জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল!
“আইপিএল টুর্নামেন্টের সপ্তদশ মরশুম ভারতেই আয়োজন করা হবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে খুব তাড়াতাড়িই এই টুর্নামেন্টের দিনক্ষণ ঘোষণা করা হবে। আমরা শুধুমাত্র লোকসভা নির্বাচনী তারিখের জন্য অপেক্ষা করছি। লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেলেই, আমরা আইপিএল টুর্নামেন্টের সূচিও ঘোষণা করেজানান “——একটি সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে আইপিএল চেয়ারম্যান অরুন ধুমাল জানান ।