দুঃসংবাদ ক্রীড়া জগতে!প্রয়াত দেশের প্রবীণতম ক্রিকেটার!
তিনিই ছিলেন দেশের প্রবীণতম জীবিত ক্রিকেটার। ১১টি টেস্ট ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি|মঙ্গলবার শেষ নিশ্বাস ত্যাগ করলেন নিজের বাড়িতেই|মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫|তিনি হলেন দত্তজিরাও গায়েকওয়াড়|
আরো পড়ুন-চোপড়ায় ৪ শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ১২ জনের প্রতিনিধি দল গঠন করল তৃণমূল
দত্তজিরাও গায়কওয়াড ১৯৫২ সালে লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক করেছিলেন। তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচটি ১৯৬১ সালে চেন্নাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ছিল। তিনি ১৯৪৭ থেকে ১৯৬১ সাল পর্যন্ত রঞ্জি ট্রফিতে বরোদার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।তিনি ভারতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান ছিলেন। জাতীয় দলের প্রাক্তন কোচ অংশুমান গায়কওয়াড়ের বাবা ছিলেন তিনি।
আরো পড়ুন-ফের শহরে ইডি হানা!রেশন দুর্নীতির তদন্তে সাতসকালেই একাধিক জায়গায় তল্লাশি
পরিবার সূত্রে খবর,গত ১২ দিন ধরে বরোদার একটি হাসপাতালের ICU-তে ভর্তি ছিলেন তিনি।আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মঙ্গলবার সকালে বরোদায় নিজের বাড়িতে মৃত্যু হল ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়কের|