আজ কৌশিকী অমাবস্যা!জেনেনিন এই দিনটির বিশেষ মাহাত্ম্য
আজ ১৪ সেপ্টেম্বর, ২৭ ভাদ্র কৌশিকী অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং শেষ হবে আগামীকাল ১৫ সেপ্টেম্বরে|ভোর ৫.৩১ মিনিটে শুরু হয়েছে কৌশিকী অমাবস্যা।।আজ তারাপিঠে দেখা যায় ভক্তদের ঢল|তবে কি জানে এই বিশেষ মাহাত্ম্য কি?কেন এই দিনটিতে তারা মায়ের ভক্তদের সমাগম হয় মা-কে পুজো দিতে|আসুন জেনে নেওয়া এর পিছনের কাহিনী…
আরো পড়ুন-যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গঠিত হল নয়া ৩৩ জনের অ্যান্টি ব়্যাগিং কমিটি!
কথিত আছে, এই তিথিতেই একদা দেবী শুম্ভ ও নিশুম্ভকে বধও করেন।এই দিনেই দশমহাবিদ্যার অন্যতমা দেবী তারা মর্ত্যধামে আবির্ভূতা হন।আর তাই জন্যেই এদিন তারাপীঠে বিশাল আড়ম্বরে মা তারার পুজো ও উৎসব হয়।
আরো পড়ুন-কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ নিয়ে বিচারপতি সিনহার দ্বারস্থ ইডি
কৌশিকী অমাবস্যার এই রাতকে ‘তারা রাত্রি’ও বলা হয়৷ বলা হয়।কারন এদিন রাতে মা তারার কৃপায় এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরত উভয়ের দরজাই কিছুক্ষণের জন্য খুলে যায়। আর সাধক বিশেষ শক্তিসাধনার মাধ্যমে তাঁর ইচ্ছেমতো সিদ্ধিলাভ করেন ও কাঙ্খিত ধামে যেতে পারেন।অনেকে আবার এই তিথিকে বলেন কৌশী অমাবস্যা।সব শুভ কাজেই ব্যবহার করা হয় কুশ। এই দিনে সেই কুশ কাটা হয়। তাই একে কৌশী অমাবস্যাও বলে।