‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে দশবার জন্মাতে রাজি’:মন্তব্য দেবের!পাল্টা কটাক্ষ হিরণের

যেমন বাড়ছে গরমের দাবদাহ,তেমনই বাড়ছে রাজনীতির তাপপ্রবাহ|ঘাটালে লড়াইয়ের ময়দানে এবার বাংলার দুই তারকা|একদিকে দু’বারের তৃণমূল সাংসদ সুপারস্টার দেব,আর অন্যদিকে খরগপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়|

আরো পড়ুন-ভূপতিনগরে NIA-এর উপর হামলার ঘটনায় তদন্তকারী সংস্থাকেই কাঠগড়ায় তুললেন মমতা!

ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী শুক্রবার ত্রিলোচন মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করেন। এরপর নির্বাচনী সভায় দেব বলেন, ‘ ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালের মানুষের বেঁচে থাকার লড়াই। এতে তৃণমূল-বিজেপি-কংগ্রেস করে রাজনীতির রং লাগিয়ে কাজটাকে আটকাবেন না। ‘এর পাল্টা ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলেন ‘ যে কাজ ১০ বছরে করতে পারেননি, সেটা করতে যে দশ জন্ম লাগবে, সেটা নিজেই স্পষ্ট করে দিয়েছেন। ওখানে শুধু ভুয়ো জব কার্ড তৈরি করে কেন্দ্রের দেওয়া টাকা আত্মসাৎ করা হয়েছে’

আরো পড়ুন-সন্দেশখালির পুনরাবৃত্তি!ভূপতিনগরে তদন্তে গিয়ে আক্রান্ত এনআইএ(NIA)

উল্লেখ্য,এই প্রথম নয় এর আগেও একাধিকবার দেবকে তীক্ষ্ণ আক্রমণ করতে দেখা গিয়েছে হিরণকে|যার জবাবে কখনো চুপ করে,হেসে উড়িয়ে বা কখনো কটাক্ষ করে পাল্টা দিয়েছেন দেব|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *