শুভেন্দুর কিছু মন্তব্যকে পোস্ট করে হাইকোর্টকে প্রশ্ন ছুড়লেন অভিষেক!

কী করে এই সব মন্তব্যের পরেও শুভেন্দু বার বার রক্ষাকবচ পেয়ে যান? এমনটাই অভিষেকের বক্তব্য । ভিডিয়ো পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর স্বরূপ উন্মোচিত করতে চাইলেন তৃণমূলের সেনাপতি “অভিষেক বন্দ্যোপাধ্যায়”। সেই ভিডিয়োতে রয়েছে কবে, কার সম্পর্কে শুভেন্দু কী মন্তব্য কোরেছিলেন এবং তার বিশ্লেষণ সাথে সাথে কার সম্পর্কে কি  বিশেষণ ব্যবহার করেছিলেন। কী বা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে! আর কী-ই বা বলেছিলেন আদিবাসী নেত্রী তথা রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা সম্পর্কে।

আরো পড়ুন-বাতিল শাহের বঙ্গ সফর!৩ দিনের ধর্ণা কর্মসূচি পদ্মশিবিরের,থাকছেন সন্দেশখলির নির্যাতিতারা

“দু’মিনিটের এই ভিডিয়োটি দেখুন। সাক্ষী হোন, কী ভাবে বিজেপি বাংলার মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে। অনেক আবেদনের পরেও কলকাতা হাই কোর্ট এই ব্যক্তিকে রক্ষাকবচ দিয়ে রেখেছে। কারা এই ধর্মান্ধতা, ঘৃণা ছড়াচ্ছে? কী এমন আছে, যে কারণে কলকাতা হাই কোর্ট তাঁকে  রক্ষাকবচ দিতে বাধ্য হয়?’’ভিডিয়ো পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দুকে বিধে এমনটাই লিখেছেন অভিষেক।

আরো পড়ুন-৬ই মার্চ বারাসতের কাছারি মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী!

উল্লেখ্য,তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে নারীবিদ্বেষী মন্তব্যের অভিযোগ আনছে বিজেপি। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের উদ্দেশে কুণালের বলা শব্দ নিয়ে সরব পদ্মশিবির। অগ্নিমিত্রা কুণালের বিরুদ্ধে মানহানির মামলাও করেছেন। পাল্টা ভিডিয়ো দিয়ে কুণাল দাবি করেছেন, অগ্নিমিত্রা নিজেই বলেছেন ‘নির্লজ্জ’ ‘বেহায়া’ শব্দ শুভেন্দুর উদ্দেশে বলা হয়েছে, তাঁর উদ্দেশে নয়। তার পরেও মিথ্যা রটানো হচ্ছে। অনেকের মতে, অভিষেক এক পোস্টে দু’টি বিষয় উল্লেখ করতে চাইলেন। তবে কি তিনি যখন কুণালের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তখন বিষয়টি শুভেন্দুর দিকে ঘুরিয়ে দিতে চাইলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *