নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসার অভিযোগে হোটেল থেকে গ্রেফতার গেরুয়া শিবিরের সব্যসাচী ঘোষ

নাবালিকাদের দিয়ে দেহ ব্যবসার অভিযোগে হোটেল থেকে গ্রেফতার হলেন হাওড়া সদরের বিজেপির কিষাণ মোর্চার সম্পাদক এবং শ্রমিক নেতা সব্যসাচী ঘোষ।

আরো পড়ুন-শুভেন্দুর কিছু মন্তব্যকে পোস্ট করে হাইকোর্টকে প্রশ্ন ছুড়লেন অভিষেক!

পুলিশ সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সাঁকরাইলের ধূলাগড়ে ১১৬ নম্বর জাতীয় সড়কের ধারে একটি হোটেল থেকে ১১ জনকে গ্রেফতার করে সাঁকরাইল থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন ওই হোটেলের মালিক এবং আন্দুলের বাসিন্দা সব্যসাচী ঘোষ।তিনি আবার হাওড়া সদরের বিজেপির কিষাণ মোর্চার সম্পাদক এবং শ্রমিক নেতা|

আরো পড়ুন-বাতিল শাহের বঙ্গ সফর!৩ দিনের ধর্ণা কর্মসূচি পদ্মশিবিরের,থাকছেন সন্দেশখলির নির্যাতিতারা

বৃহস্পতিবার গ্রেফতারের সময়ে ঘটনাস্থল থেকে ২ নাবালিকা ও ৪ জন প্রাপ্তবয়স্ক মহিলাকে উদ্ধার করে পুলিশ।ধৃতদের বিরুদ্ধে ইমোরাল ট্রাফিক অ্যাক্ট এবং পকসো আইনে মামলা শুরু করেছে পুলিশ। মহিলাদের উদ্ধার করে পাঠানো হয়েছে লিলুয়া হোমে এবং ২ নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের শুক্রবার হাওড়া আদালতের পকসো এজলাসে তোলা হয়।তবে এই নিয়ে বিজেপিকে বিঁধতে ছাড়েনি শাসক শিবির|তাদের অভিযোগ এই সব্যসাচী ঘোষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ,আবার কেউ বলছে দিলীপ ঘোষ ঘনিষ্ঠ এই সব্যসাচী|তবে দেহ ব্যবসার মত গম্ভীর অভিযোগকে হাতিয়ার করে পদ্ম শিবিরকে কাঠগোড়ায় আনতে ছাড়ছে তৃণমূল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *