৬ই মার্চ বারাসতের কাছারি মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী!
এক সপ্তাহে তিন বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে চলেছেন বাংলায়!বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ১ মার্চ এবং ২ মার্চ বঙ্গ সফরে আসতে পারেন মোদী। বিজেপি সূত্রে আরো জানা গিয়েছে যে রাজ্যের দুই লোকসভা কেন্দ্র আরামবাগ এবং কৃষ্ণনগরে সভা করতে পারেন প্রধানমন্ত্রী, রাজ্য বিজেপির নেতারা এমনটাই জানাচ্ছেন । প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে কথাবার্তাও হয়েছে তবে এখনো কোনো নিশ্চইওতা নেই।
আরো পড়ুন-সুকান্তের পর বাধাপ্রাপ্ত লকেট! আবারো সন্দেশখালিতে ঢুকতে বাধা বিরোধীদের
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগেই জানিয়েছিলেন, সব ঠিকঠাক থাকলে আগামী ৬ মার্চ বারাসতের কাছারি মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপির সূত্রে খবর সেই সভায় উপস্থিত করানো হবে সন্দেশখালির ‘নির্যাতিতা’-দের । আলাদা ভাবে মঞ্চ করা হবে তাঁদের বসানোর জন্য। সেখানেই মুখ ঢেকে প্রধানমন্ত্রীর মুখোমুখি হবেন তাঁরা অর্থাৎ সন্দেশখালির নির্যাতিতারা। কিন্তু বিজেপি সূত্রে জানা গিয়েছে তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও দু’বার বঙ্গ সফরে আসতে পারেন বলে ।
আরো পড়ুন-ফের নাটকীয় পরিবেশ সন্দেশখালিতে!গ্রেফতার সুকান্ত,পরক্ষণেই জামিন
বিজেপি সূত্রে খবর, যে আরামবাগে সভা করার পিছনের অন্যতম কারণ লোকসভায় হারলেও আরামবাগে শক্ত ঘাঁটি রয়েছে পদ্ম শিবিরের। গত লোকসভায় আরামবাগে খুব কম ব্যবধানে হেরেছিল বিজেপি। এবং তারি প্রতিফলন দেখা গিয়েছিল ২০২১-এর বিধানসভা নির্বাচনেও।হিসাব বলছে আরামবাগ লোকসভায় ভোটের অঙ্কে এগিয়ে রয়েছে বিজেপি। তাই সংশ্লিষ্ট মহলের
মত অনুযায়ী মোদীও আরামবাগকে পাখির চোখ করতে চাইছেন। পাশাপাশি একই চিত্র কৃষ্ণনগরে। অতীতে লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে জিতেও এসেছে বিজেপি। ১৯৯৯ সালের লোকসভা ভোটে কৃষ্ণনগর থেকে বিজেপির সাংসদ হন জলু মুখোপাধ্যায়। তখন বাংলায় বিজেপির এত পোক্ত সংগঠন বা জনভিত্তি ছিল না।