বাতিল শাহের বঙ্গ সফর!৩ দিনের ধর্ণা কর্মসূচি পদ্মশিবিরের,থাকছেন সন্দেশখলির নির্যাতিতারা
সোমবার ফের সন্দেশখালি যাওয়ার কথা ছিলো শুভেন্দুর। কিন্তু পরবর্তীতে বিরোধী দলনেতার এই সফর পিছিয়ে গিয়েছে। ২৮ ফেব্রুয়ারি রাজ্যে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কিন্তু পরে সেই সফরো বাতিল হয়েছে বলেই জানা যাচ্ছে। আপাতত বাতিল শাহের বঙ্গ সফর আর তার মুল কারণ হিসাবে ধরা হচ্ছে রাজ্য নেতাদের যাবতীয় মনোযোগ আপাতত সন্দেশখালিতেই দিতে চাইছে বিজেপি। এমতো অবস্থায় তিন দিন ধর্না কর্মসূচি বলে বিজেপি সূত্রে খবর। সেই ধর্ণাতে বা ধর্না কর্মসূচিতে বিজেপির রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্ব দেবেন বলে জানা গিয়েছে। আর সাথে থাকবে সন্দেশখালীর সকল মহিলারা।
আরো পড়ুন-৬ই মার্চ বারাসতের কাছারি মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী!
বিজেপি সূত্রে খবর, আগামী মঙ্গলবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি থেকে বৃহস্পতিবার অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিন কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে চলবে এই ধর্না । যার নেতৃত্বে থাকবেন । বিজেপির রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রে জানা গিয়েছে, যে কোনও এক দিন সন্দেশখালির ‘নির্যাতিতা’ মহিলাদেরও ধর্নামঞ্চে নিয়ে আসার পরিকল্পনা করেছে পদ্ম-শিবির।
আরো পড়ুন-সুকান্তের পর বাধাপ্রাপ্ত লকেট! আবারো সন্দেশখালিতে ঢুকতে বাধা বিরোধীদের
বিজেপি সূত্রে জানা গিয়েছে, পরিকল্পনা পাকা করে বঙ্গ বিজেপিন সন্দেশখালিতে গিয়ে বা সন্দেশখালিকে কেন্দ্র করে আন্দোলনের রেশ ধরে রেখেই লোকসভা ভোটে আসনসংখ্যা বাড়াতে চায়। আন্রা দেখেছি সন্দেশখালি নিয়েই গত কয়েক দিন ধরেই লাগাতার কর্মসূচি চলছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার গিয়েছিলেন সন্দেশখালিতে। সেখানে গিয়ে অবশ্য পুলিশের সঙ্গে বিবাদ এবং ‘খলিস্তানি’ বিতর্কে জড়ান বিজেপি নেতৃত্ব। এ বার সেই ‘খলিস্তানি’ বিতর্ক থেকে দৃষ্টি ঘোরাতে আবার সন্দেশখালিকে ঘিরে রাজনৈতিক আবহ বদলাতে মরিয়া বিজেপি। বৃহস্পতিবার সন্দেশখালি যান সুকান্তও। তিনি সন্দেশখালি থানার সামনে অবস্থানে বসেন। তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরে ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি। শুক্রবার সন্দেশখালি গিয়েছে বিজেপির মহিলা মোর্চার সদস্যেরা।