কালোবাজারির প্রতিবাদে ম্যাচের টিকিট প্রত্যাখানের পর জনতা স্টেডিয়াম রাজভবনে!

আজ ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে|ইডেনে জনসমুদ্র দেখা যাবে এই ম্যাচ চাক্ষুস দেখতে|তবে ইডেনে খেলা দেখার জন্য টিকিট নিয়ে শুরু হয়েছিল হাহাকার|মানুষের আবেগ ও টিকিটের বিপুল চাহিদার সুযোগ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল টিকিটের কালোবাজারি|অভিযোগ দায়ের হতেই তৎপর হয়ে বেশ কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ|তবে এই কালোবাজারির প্রতিবাদে তাকে পাঠানো টিকিট প্রত্যাখান করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস|শুধু এখানেই শেষ নয়,সাধারণ মানুষের জন্য রাদভবনেই আয়োজন করলেন ‘জনতা স্টেডিয়াম’-এর|

আরো পড়ুন-চোটের কারনে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক!তার পকিবর্তে এলেন প্রসিদ্ধ কৃষ্ণ

ইডেনে বসে খেলা দেখার টিকিট না পেয়ে ক্ষুব্ধ অনেকেই।আর তাদের জন্যই এই পদক্ষেপ রাজ্যপালের|এদিন খেলা শুরু আগে খুলে দেওয়া হবে রাজভবনের গেট। সেখানে বিশাল স্ক্রিন লাগিয়ে সাধারণ মানুষকে খেলা দেখানোর আয়োজন সম্পূর্ণ। ভিতরে ৫০০ জনের বসার ব্যবস্থা করা হয়েছে।রাজভবন সূত্রে জানা গিয়েছে,’ফার্স্ট কাম ফার্স্ট’ ভিত্তিতে আসন পাবেন ও ঢুকতে পারবেন সাধারণ মানুষ|

আরো পড়ুন-এক বছরে ১০ কোটি টাকার সম্পত্তি বৃদ্ধি!শিশিরকে বেনজির আক্রমণ কুণালের

জানা গিয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ম্যাচ দেখতে আসার আমন্ত্রণ জানিয়ে চারটি টিকিট পাঠিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি। টিকিট পেয়েও সাফ প্রত্যাখান করে রাজ্যপাল জানিয়ে দিয়েছেন তিনি মাঠে যাবেন না। ফিরিয়ে দিয়েছেন টিকিটও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *