চোটের কারনে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক!তার পকিবর্তে এলেন প্রসিদ্ধ কৃষ্ণ
রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। সেই ম্যাচ নিয়ে উত্তেজনা তো তুঙ্গেই,তবে তার আগেই খারাপ খবর এলো ক্রিকেট প্রেমীদের জন্য|ছিটকে গেলেন হার্দিক পান্ডেয়া|
আরো পড়ুন-এক বছরে ১০ কোটি টাকার সম্পত্তি বৃদ্ধি!শিশিরকে বেনজির আক্রমণ কুণালের
বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে হার্দিক গোড়ালিতে চোট পেয়েছিলেন। তারপর থেকে তিনি আর কোনও ম্যাচ খেলতে পারেননি।এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। হার্দিকের পরিবর্তে বিশ্বকাপে দলে জায়গা পেলেন প্রসিদ্ধ কৃষ্ণ।
আরো পড়ুন-নাকাচেকিংয়ে বিপুল অর্থ সমেত ধরা পড়লেন রাইস মিল মালিক!গ্রেফতার করল পুলিশ
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর হার্দিক একটি লম্বা পোস্ট শেয়ার করেছে।তিনি লিখেছেন, ‘ব্যাপারটা একেবারেই বিশ্বাস করতে পারছি না। বিশ্বকাপের আগামী ম্যাচগুলো আমি আর খেলতে পারব না। তবে মানসিক ভাবে থেকে আমি সবসময়ই দলের সঙ্গে থাকব। প্রত্যেকটা বলে আমি দলকে চিয়ার করব। সকলের শুভেচ্ছা, ভালোবাসা এবং সহযোগিতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই দলটা খুবই স্পেশাল। আশা করি আমরা সকলে আপনাদের গর্ব বোধ করাতে পারব। সবসময়ের জন্য ভালোবাসা রইল।’