ভোর বেলা পথ দুর্ঘটনা!দুধ বোঝাই গাড়ি উল্টে দুর্ঘটনা,আহত গাড়ির চালক
পুলিশ সূত্রে খবর,ভোর বেলায় একটি দুধ বোঝাই গাড়ি নিউটাউন বাস স্ট্যান্ড এর দিক থেকে রং সাইড দিয়ে এসে এয়ারপোর্ট এর দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্ববাংলা গেটের নীচে উল্টে যায়।যার ফলে গাড়ির চালক আহত হয়।
আরো পড়ুন-নাম না করে সাংসদ সৌগত রায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন মদন মিত্র
নিউটাউন থানার পুলিশ এসে চালক কে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।পুলিশের দাবি গাড়ির গতিবেগ বেশি থাকায় টার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ রাখতে না পারায় এই দুর্ঘটনা।গাড়িটিকে আটক করেছে পুলিশ।