দেশবাসীর জন্য এখন জান কি বাত বেশি জরুরি, দাবি রাহুলের

নিজস্ব প্রতিনিধি: প্রতি মাসের শেষ রবিবার মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাতে’ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনও এই মাসিক বেতার অনুষ্ঠানে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। মোদির এই অনুষ্ঠান নিয়েই এদিনই তাঁকে তীব্র কটাক্ষ করলেন রাহুল গান্ধি। বললেন, দেশবাসীর জন্য এখন মন কি বাতের থেকে জান কি বাত বেশি জরুরি। কংগ্রেসের প্রাক্তন সভাপতি এদিন মন কি বাতে নিয়ে টুইট করেন। হিন্দি ও ইংরেজি দু’টি ভাষাতেই টুইট করেছেন রাহুল।

সরাসরি মোদির নাম না করে রাহুল টুইট করেন, গোটা সিস্টেম ব্যর্থ হয়েছে। তাই এখন ‘জান কি বাত’ করা খুবই জরুরি। এই টুইট থেকেই স্পষ্ট যে রাহুল প্রধানমন্ত্রীর বেতার অনুষ্ঠানকেই খোঁচা দিয়ে ওই পোস্ট করেছেন। রাহুল বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। এর আগেও তিনি একাধিকবার মোদি ও তাঁর সরকারকে কটাক্ষ করে টুইট করেছেন। তবে এদিনের টুইটে রাহুল যে শুধুই মোদিকে কটাক্ষ করেছেন তা নয়।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল দেশের পরিস্থিতি। এই সঙ্কটের সময়ে মানুষের পাশে দাঁড়াতে দলের সকল কর্মী-সমর্থককে ঝাঁপিয়ে পড়ার আহ্বানও জানিয়েছেন। রাহুল বলেছেন, এই সঙ্কটের সময়ে দেশের প্রয়োজন দায়িত্ববান নাগরিকদের। আমি কংগ্রেসের সমস্ত সহকর্মীকে অনুরোধ করছি, এই মুহূর্তে আপনারা যাবতীয় রাজনৈতিক কাজকর্ম ফেলে কেবল দেশের নাগরিকদের সাহায্য করুন। তাঁদের ব্যথা-যন্ত্রণা দূর করতে সাহায্য করুন। এটাই কংগ্রেস পরিবারের আদর্শ ও ধর্ম।

উল্লেখ্য, এবারের ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি সচেতন থাকতে অনুরোধ করেছেন। একই সঙ্গে করোনা যোদ্ধাদের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন। আশ্বাস দিয়েছেন দেশের প্রতিটি মানুষ বিনামূল্যে টিকা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *