পিএম কেয়ার্স ফান্ড থেকে দেশে তৈরি হবে ৫৫১টি মাইক্রো অক্সিজেন প্লান্ট

নিজস্ব প্রতিনিধি: দেশে অক্সিজেনের ঘাটতি মেটানোর বিষয়ে রবিবার এক বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী এদিন জানান, অক্সিজেনের চাহিদা সামাল দিতে দেশজুড়ে তৈরি হবে ৫৫১টি মাইক্রো অক্সিজেন প্লান্ট। পিএম কেয়ার্স ফান্ডে জমা পড়া টাকা থেকে এই প্লান্টগুলি নির্মাণ করা হবে। যা শুধুমাত্র চিকিৎসাক্ষেত্রে প্রয়োজনীয় অক্সিজেনের জোগান দেবে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা দেশের। গোটা দেশজুড়ে অক্সিজেনের তীব্র সংকট তৈরি হয়েছে। দেশের ছোট-বড় সব শহরেই কমবেশি অক্সিজেনের সমস্যায় পড়তে হচ্ছে করোনা রোগীদের। দিল্লি, পঞ্জাব, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে অক্সিজেনের সমস্যা সবচেয়ে বেশি। গত কয়েকদিনে মহারাষ্ট্রে ছ’শোর বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এর মধ্যে বেশিরভাগই মারা গিয়েছেন অক্সিজেনের অভাবে। একমাত্র উত্তরপ্রদেশ সরকারই দাবি করেছে, সেরাজ্যে অক্সিজেনের ঘাটতি নেই। এমনকী, অক্সিজেন সঙ্কট নিয়ে ভুয়ো খবর ছড়ালে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

যদিও যোগী রাজ্যে অক্সিজেনের অভাবে একাধিক মৃত্যুর অভিযোগ উঠেছে। দিল্লিতে এই মুহূর্তে দৈনিক মৃত্যুর সংখ্যা ৩০০-র বেশি। সেখানেও মৃত্যুর কারণ অক্সিজেনের অভাব। এই সংকট কাটাতে এবার দ্রুত দেশের বিভিন্ন প্রান্তে মাইক্রো অক্সিজেন প্লান্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী জানিয়েছেন, পিএম কেয়ার্স ফান্ড থেকে দেশে ৫৫১টি মাইক্রো অক্সিজেন প্লান্ট তৈরি করা হবে। হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রের ভিতরেই এই অক্সিজেন প্লান্টগুলি তৈরি হবে। ওই সমস্ত প্লান্ট থেকে সংশ্লিষ্ট এলাকার যাবতীয় অক্সিজেনের চাহিদা মেটানো হবে।

মূলত জেলা হাসপাতাল বা বড় সরকারি হাসপাতালে এই প্লান্টগুলি গড়ে তোলা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সরাসরি এই সমস্ত প্লান্টের তত্ত্বাবধান করবে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, চলতি পরিস্থিতিতে যত তাড়াতাড়ি সম্ভব এই অক্সিজেন প্লান্টগুলি চালু করতে হবে। এর জন্য টাকার কোনও অভাব হবে না। তবে কতদিনে এগুলি চালু হবে সে বিষয়ে সরকারিভাবে কোনও সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *