বালুরঘাট পুরসভা দখলের লড়াইয়ে মুখোমুখি মা ও মেয়ে!

রাজ্যের আর কয়েকটি পুরসভার মত শিয়রে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভা নির্বাচন। বালুরঘাট পৌরসভা দখলের লড়াইয়ে, এবার ভোটের ময়দানে মুখোমুখি হতে চলেছেন মা ও মেয়ে। মা ও মেয়ের এই লড়াইকে কেন্দ্র করে রীতিমতো চর্চা চলছে বালুরঘাট জুড়ে।

আরো পড়ুন-মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখেই মানুষ ভোট দিয়েছে, সকলে উন্নয়ন চায় :দেবরাজ চক্রবর্তী

বালুরঘাট পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত আরএসপির প্রার্থী হয়েছেন অপর্ণা মহন্ত। প্রতিপক্ষ হিসেবে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন তাঁরই মেয়ে অনুশ্রী মহন্ত। ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাম প্রার্থী মা অপর্ণা মহন্তের নামে যেমন দেওয়াল লিখন চলছে, তেমনি তৃণমূলের তরফেও মেয়ে অনুশ্রী মহন্তের নামে জোড়াফুল প্রতীক চিহ্ন দিয়ে ভোট প্রার্থনা করে চলছে দেওয়াল লিখন।

আরো পড়ুন-তৃণমূলের কাউন্টিং এজেন্টদের নিয়ে জরুরী আলোচনা রাজারহাট নিউটাউন বিধায়কের কার্যালয়ে

একদিকে মায়ের আদরের মেয়ে অনুশ্রী মহন্ত, অপরদিকে মেয়ের নয়ণের মণি মা অপর্ণা মহন্ত। তবে ভোট ময়দানের লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নন। ভোটের কারণে সম্পর্কে কোনো ছেদ পড়বে না বলেই দাবি মা-মেয়ে দুজনেরই। দুই ভিন্ন মেরুর রাজনৈতিক দল, তাদের সম্পর্কে থাবা বসাতে পারেনি একটুকুও।

আরো পড়ুন-মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার,চাঞ্চল্য কোচবিহারের দিনহাটায়

অপরদিকে ওয়ার্ডের বাসিন্দাদের বিপদে আপদে, দুজনেই তাঁদের পাশে সব সময় গিয়ে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন মা ও মেয়ে। তাই মা – মেয়ে দুই রাজনৈতিক দলের হয়ে ভোটের ময়দানে সম্মুখ সমরে নেমে পড়ায়, এখন শ্যাম রাখি না, কুল রাখি, তা ভেবে পাচ্ছেন না ওয়ার্ডের সাধারণ ভোটাররা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *