আলিপুদুয়ারে প্রাক নির্বাচনী কর্মী সভায় ঝড় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক: আলিপুদুয়ারে প্রাক নির্বাচনী কর্মী সভায় ঝড় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এন আর সি এন পি আর থেকে বাজেট সবেতেই বিজেপি কে হুল ফোটানোর একটিও সুযোগ ছাড়লেন না মুখ্যমন্ত্রী। মুখ খুললেন বিজেপির দলত্যাগিদের নিয়েও।

আলিপুরদুয়ার সভা থেকে মমতা তোপ দেগে বলেন ওরা দেশ, জনজাতি বেঁচে দেবে। জাতপাতে ঝগড়া লাগিয়ে দেবে। ভ্রষ্টাচারীরা প্লেনে যায় আর পরিযায়ী শ্রমিকরা ট্রেন ভাড়া পায় না। ভ্রষ্টাচারী বলতে তিনি যে বিজেপির রাম- লক্ষণ জুটি রাজীব শুভেন্দুকেই বলেছেন তাতে কোন সন্দেহ নেই। আত্ম বিশ্বাসী মমতা আরও বলেন বিজেপিতে যারা যেতে চায় যেতে পারেন। ভোগীদের যাওয়ার পথ খোলা। মমতার কথায় বিজেপি দলটি লোভে ভোগে ভরে গেছে। উত্তরের জমি ফেরাতে মরিয়া মমতা বার্তা দিলেন সব জন জাতিকেই। বাঙালি অবাঙ্গালি বলে কিছু নেই। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে চলতে চাই। গুজরাট বাংলা শাসন করবে না।

লোকসভা ভোটে উত্তর কার্যত বেদখল হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এবছর মসনদ ধরে রাখতে উত্তরের ৫১ টি আসনের মধ্যে থেকে বেশ কয়েকটি আসনে জয়লাভ করতেই হবে। আর তার জন্য চাই কর্মীদের মনোবল বাড়ানো। এ কাজে মমতা যে কতটা পারদর্শী, তা বুঝিয়ে দিল আজকের জনসভায় কর্মীদের উন্মাদনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *