নতুন চমক নিয়ে ফের শুরু দুয়ারে সরকার!প্রবীণ ও পরিযায়ী শ্রমিকরদের জন্য সুখবর

আজ থেকে ফের রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির|চলবে মাসজুড়ে|তবে সপ্তম দুয়ারে সরকারে রয়েছে কিছু নতুন চমক|এবার চারটি নতুন পরিষেবা দুয়ারে সরকার শিবির থেকে পাওয়া যাবে।

আরো পড়ুন-‘পুলিশের নিচু তলার অবহেলা ছিল..আশা করি আর হবে না’:দত্তপুকুর কান্ড নিয়ে সৌগত

এবার দুয়ারে সরকার শিবিরে বার্ধক্যভাতার আবেদন করতে পারবেন রাজ্যের যে কোনও প্রবীণ।এই নিয়ে মুখ্যসচিব জানিয়েছেন, এবার চারটি নতুন পরিষেবা দুয়ারে সরকার শিবির থেকে পাওয়া যাবে। এতদিন জয় জওহর প্রকল্পে এবং তপশিলি বনধু প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতির ৫৯ বছরের ঊর্ধ্ব ব্যক্তিরাই আবেদন করতে পারতেন। আর লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকরা ৬০ বছর হয়ে গেলে বার্ধক্যভাতা পাচ্ছিলেন। এবার রাজ্যের যেকোনও প্রবীণই বার্ধক্যভাতার জন্য আবেদন করতে পারবেন। শর্তাবলী মেনে আবেদন করলে মাসে ১ হাজার টাকা করে বার্ধক্যভাতা পেয়ে যাবেন তাঁরা।

আরো পড়ুন-‘পুলিশ দিবস’ উপলক্ষ্যে চুরি যাওয়া মোবাইল ,বাইক ও টাকা ফেরত দিল গোপালনগর থানা

এছাড়াও এবার দুয়ারে সরকার শিবিরে, পরিযায়ী শ্রমিকরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের উদ্যম পোর্টালে নাম নথিভুক্তকরণ এই শিবির থেকেই হবে। পাশাপাশি তাঁতি ও হস্তশিল্পীরাও নানা ধরণের সুযোগ পেতে এই শিবিরে আবেদন করতে পারবেন।মুখ্যসচিব জানিয়েছেন,রাজ্যজুড়ে ২ লক্ষ দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হবে যার মধ্যে ৩৬ শতাংশ ভ্রাম্যমান শিবির|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *