ফের রাখলেন প্রতিশ্রুতি!আজ বজবজে ট্রাঙ্ক রোডে পানীয় জল প্রকল্পের উদ্বোধন করবেন অভিষেক!

তৃণমূল কংগ্রেসের একনিষ্ট সৈনিক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক এবার প্রতিশ্রুতিমত বজবজবাসীর দাবিও পূরণ করলেন।আজ দুপুর ৩টের সময় খোদ অভিষেকই বজবজ ট্রাঙ্ক রোড ও মহেশতলায় ৪০মিলিয়ন গ্যালন পানীয় জল সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন করবেন।সাধারণ মানুষের প্রয়োজনীয় দাবিগুলো,যেমন রাস্তা-জল-আলো থেকে শুরু করে যেকোনো সমস্যার সমাধান করে দেন সাংসদ।তাই এবার বজবজবাসীর পানীয় জলের অসুবিধা দূর করতে উদ্যোগ নিয়ে জল সমস্যার সমাধান করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরো পড়ুন-বাইপাসের ধারে আনন্দপুরের বস্তিতে আগুন!পুড়ে ছাই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড

উল্লেখ্য,মহেশতলার মানুষ দীর্ঘদিন জলকষ্টে ভুগছিল, তাই সেই সমস্যার সমাধান করতেই সাংসদ অভিষেক উদ্যোগ নিয়েছিলেন।শেষমেশ তাঁর উদ্যোগে এবং পূর্ত দফতরের আর্থিক সহায়তায় ৪০মিলিয়ন গ্যালন পানীয় জল সরবরাহ প্রকল্প ও বজবজ ট্রাঙ্ক রোড তৈরি হল।২৫শে ফেব্রুয়ারি অর্থাৎ আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই উদ্বোধন হবে পানীয় জল সরবরাহ প্রকল্প।এ প্রসঙ্গে তৃণমূলের যুবরাজ অভিষেক বলেন,“আমার এক্তিয়ারের মধ্যে থেকে মানুষের জন্য যতটুকু যা করা সম্ভব,আমি তা করে যাবো।বাংলার সাধারণ মানুষের যেকোনো সমস্যায় আমি নিজেকে উজাড় করে দেবো।” অর্থাৎ বজবজবাসীর জলসমস্যার কথা জানতে পেরেই নিজ উদ্যোগে ৪০মিলিয়ন গ্যালন পানীয় জল সরবরাহের ব্যবস্থা করে দেন।

আরো পড়ুন-হাইকোর্ট অনুমতি দিলেই ১০ দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে শেখ শাহজাহানকে:দাবি পার্থ ভৌমিকের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক এর আগেও প্রতিশ্রুতি দিয়ে কাজ করেছেন।চড়িয়াল সেতু থেকে শুরু করে ট্রাঙ্ক রোড ও গ্যালন পানীয় জলের ব্যবস্থা সমস্তটাই তিনি তাঁর ঐকান্তিক উদ্যোগে করেছেন এবং আগামীতেও রাজ্যবাসীর সমস্যা মেটাবেন।আজ তিনিই বজবজের জল প্রকল্পের উন্নয়নের উদ্বোধন করবেন।সাংসদ হওয়ার পর থেকে নিজের লোকসভা কেন্দ্রের পাশাপাশি অন্যান্য জায়গার অসুবিধাও দূর করেন তিনি।পানীয় জলের সমাধানের ফলে মহেশতলার মানুষেরা উপকৃত হবেন এবং লোকসভা নির্বাচনে তৃণমূলের ভোট ব্যাঙ্কে তার ব্যাপক প্রভাব যে পড়বে,তা বলার অপেক্ষা রাখেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *