শিলিগুড়ি ক্রীড়া উন্নয়নে মাঠ সংস্কারের উদ্যোগ শিলিগুড়ি পুর নিগমের

নিউজ ডেস্ক: খুদে খেলোয়ারদের উৎসাহিত করতে শিলিগুড়িতে ফুটবল কিংবদন্তী বাইচুং ভুটিয়া। শিলিগুড়ি শহরকে ক্রীড়ামুখী করতে নানান উদ্যোগ গ্রহন করে চলেছে শিলিগুড়ির বিধায়ক তথা পুর প্রশাসক অশোক ভট্টাচার্য। শিলিগুড়ি শহরের ক্রীড়ার উন্নয়নে তার বিধায়ক তহবিল বা পুরসভার উদ্যোগে বেশ কিছু খেলার মাঠের সংস্কার করার পরিকল্পনা গ্রহন করেছেন শোক ভট্টাচার্য। এরই মধ্যে অন্যতম শিলিগুড়ি ২৮ নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়া মাঠকে সংস্কার করার পরিকল্পনা গ্রহন করেছেন। ইতিমধ্য বাতিস্তম্ভ লাগিয়ে মাঠটিকে আলোকিত করা হয়েছে। খুব শিঘ্রই ফেন্সিং ও মাঠ সংস্কারের কাজ শুরু হবে। বৃহস্পতিবার টিকিয়াপাড়া নবজ্যেতি সংঘের ফুটবল কোচিং সেন্টারের খেলোয়ারদের উৎসাহিত করতে ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়াকে নিয়ে শিলিগুড়ির বিভিন্ন মাঠে হাজির হন অশোক ভট্টাচার্য। তার আগে অশোক ভট্টাচার্য পুরসভার ২,৩,ও ৪৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন খেলার মাঠ পরিদর্শন করেন বাইচুং ভুটিয়াকে সঙ্গে নিয়ে। এদিন ২৮ নম্বর ওয়ার্ডের নবজ্যেতি ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় এই ফুটবল কিংবদন্তিকে। সেখানেই শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে শহরের বিভিন্ন ফুটবল কোচিং ক্যাম্প গুলোকে ফুটবল প্রদান করা হয়েছে। এদিন উপস্থিত হয়ে কোচিং ক্যাম্পের সাফল্য কামনা করেন বাইচুং ভুটিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *