যোগীর জন্য টুইট করলেই মিলবে টাকা, ভাইরাল অডিও ক্লিপ ঘিরে বিতর্কের ঝড়

নিউজ ডেস্ক: যোগী আদিত্যনাথ কে সমর্থন করে টুইট করলেই দেওয়া হবে প্রতি টুইট পিছু দুই টাকা করে। হ্যাঁ! সম্প্রতি এক চাঞ্চল্যকর অডিও ক্লিপের মারফত এই খবরটি ভাইরাল হয়েছে।

অবশ্যই খবরটি প্রকাশ্যে আসতেই কটাক্ষের শিকার হতে হয়েছে যোগীর সোশ্যাল মিডিয়ার দায়িত্বে থাকা আধিকারিকদের। যোগীর আইটি সেলের শীর্ষ আধিকারিক মনমোহন সিংকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে, বলে সূত্রের খবর।

সিং এই প্রসঙ্গে অবশ্য এখনও সরাসরি কোন মন্তব্য করেননি, তবে পদচ্যুত হওয়ার পর সোস্যাল মিডিয়াতে সিং লেখেন, ” হাজার জবাবের চেয়ে আমার নীরবতা ভালো। কত প্রশ্নকে সে আড়াল রেখে দেবে।”

অবসরপ্রাপ্ত আই এ এস অফিসার সূর্যপ্রতাপ সিংহ প্রথম এই অডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এবং তারপরেই এটি ভাইরাল হয়ে যায়।

অডিও ক্লিপটিতে দুই ব্যক্তিকে যোগীর সমর্থনে টুইট করলে কত অর্থ দেওয়া হবে সেটা নিয়ে আলোচনা করতে শোনা যায়, এবং তখনই টুইট পিছু দুই টাকার কথাটি প্রকাশ্যে আসে। যোগীর সোশ্যাল মিডিয়ার দায়িত্বে থাকা সংস্থা বেসিল এর তরফ থেকে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি। মুখ খোলেননি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপি নেতৃত্ব। অবশ্য বিজেপির মুখপাত্র মণীশ শুক্লা, মনমোহন সিংকে পদ থেকে সরানোর ব্যাপারে মন্তব্য করেন যে এটা সম্পূর্ণ ভাবে ভারপ্রাপ্ত সংস্থার ব্যাপার, দল এই ব্যাপারে কোনোভাবেই হস্তক্ষেপ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *