তৃণমূলের কর্মী সমর্থকদের সহযোগিতায় বাড়ি ফিরল ঘরছাড়া বিজেপি কর্মীরা

মুখ্যমন্ত্রীর নির্দেশে ও তৃণমূল কর্মীদের সহযোগিতার ঘরে ফিরল ঘরছাড়া বিজেপি কর্মীরা।এদিন কোন্নগর পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান গৌতম দাসের উপস্থিতিতে ও তৃণমূল কর্মী সমর্থকদের সহযোগিতায় কোন্নগর চটকল এলাকা ও কোন্নগর জোড়াপুকুর এলাকায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক বাড়ি ফিরে আসে।তারা নির্বাচনের ফল ঘোষনার দিন থেকে ঘরছাড়া ছিলেন।এক মাস ঘরছাড়া থাকার পর তারা বাড়ি ফিরতে চেয়ে পুলিশের কাছে আবেদন করেন।

আজ পুলিশের পক্ষ থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে বিষয়টি জানালে তৃণমূল তাদের ঘরে ফিরিয়ে আনে।এক মাস পর বাড়ি ফিরে জোড়াপুকুর এলাকার বিজেপি কর্মী দীপক দত্ত বলেন,’গত এক মাস ধরে আমি ভয়ে বাড়িছাড়া ছিলাম। তবে প্রশাসন ও তৃণমূল কর্মী সমর্থকদের সহযোগিতায় বাড়ি ফিরলাম খুব ভালো লাগছে। আমরা কেউ ডানপন্থী বা বামপন্থী দল করি না,কেন মূলত সমাজের জন্যই কাজ করতে হয় আমাদের। তবে তৃণমূল কর্মী সমর্থকরা সকলে ভালো, তাদের বাড়ি ফিরতে সাহায্য করেছে।’

তৃণমূল নেতা গৌতম দাস বলেন,’নির্বাচনের সময় হয়ত দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিলো।যার ফলে ভোটের ফল বেরোনোর পর ভয়ে বিজেপি কর্মিরা ঘর ছাড়া ছিলো।উত্তরপাড়া থানার আইসি বিজেপি কর্মিদের ঘরে ফেরাতে বলেন।ওরা এই এলাকার বাসিন্দা একসঙ্গেই থাকি তাই তাদের ঘরে ফেরার ব্যবস্থা করি।দলনেত্রীর নির্দেশ কেউ যেন ঘরছারা না থাকে, তাই সেই নির্দেশ পালন করেছে তৃণমূল কর্মিরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *