অফিসের পর এবার সোনুর বাড়িতে আয়কর হানা! কী পেলেন আয়কর দপ্তরের আধিকারিকেরা?

বলিউডের জনপ্রিয় অভিনেতা সোনু সুদ। তিনি শুধু রুপোলি পর্দার হিরোই নন, তিনি বাস্তবের ও হিরো। করোনা পরিস্থিতি থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ সমস্ত কিছুতেই তিনি বারংবার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাকে তাই গরিবের মাসিহা বলা হয়।

 

করোনা পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় আটকে যাওয়া পরিযায়ী শ্রমিকরা যাতে বাড়ি ফিরতে পারবে সেই কারণে তিনি যেভাবে পরিযায়ী শ্রমিক দের বাড়ি ফেরার ব্যবস্থা করে দিয়েছিলেন, তাদের সাহায্য করবার জন্য হেল্পলাইন নাম্বার খুলেছিলেন, তাতে সকলেই তাকেই ভগবানের চোখে দেখেন। এইবার এই অভিনেতার বাড়িতে হানা দিল আয়কর দপ্তর।

সোনু সুদের অফিসে তল্লাশি করার পর অভিনেতার বাড়িতে হানা দিলো তারা। অভিনেতার বিরুদ্ধে আয়কর দপ্তরের আধিকারিকেরা কর ফাঁকির অভিযোগ এনে বুধবার অনেক রাতে তার অফিসে পৌঁছে ছিলেন। সোনু সুদের অফিসের ছয়টা জায়গায় তল্লাশি করা হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় কুড়ি ঘন্টা অভিনেতার অফিসে তল্লাশি চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা।

এরপর বৃহস্পতিবার সকালে তারা সোনু সুদের বাড়ি গিয়ে হাজির হন। আয়কর দপ্তর লখনৌ ভিত্তিক একটি রিয়েল এস্টেট ফার্মের সাথে সোনু সুদের কোম্পানির সাম্প্রতিক চুক্তি খতিয়ে দেখা হচ্ছে‌।সোনু সুদের কোম্পানির সাথে সম্পর্কযুক্ত মোট ছয়টি জায়গা জরিপ করেছে আয়কর দপ্তররা। যদিও এখন ও অবধি কোনো দলিল বাজেয়াপ্ত করতে পারেনি তারা।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সাথে সোনু সুদ দেখা করেছিলেন। তাকে দিল্লি সরকারের তরফে শিক্ষার্থীদের জন্য মেন্টরশিপ প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে এর ঠিক পরদিন‌ই সোনুর অফিসে আয় করা হানা হয়- যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

কংগ্রেস ও শিবসেনার তরফ থেকে এই বিষয় নিয়ে ইতিমধ্যে বিজিপির দিকে আঙ্গুল তুলতে শুরু হয়েছে, রাজনৈতিক প্রতিশোধ স্পৃহা থেকেই বিজেপি সোনুকে হেনস্থা করছেন বলে অভিযোগ আনা হচ্ছে।

অরবিন্দ কেজরিওয়ালের সাথে দেখা করবার পর সোনু সুদের আম আদমি পার্টিতে যোগদান করবার একটি জল্পনা সৃষ্টি হয়। এমনও শোনা যেতে থাকে যে, আম আদমি পার্টির হয়ে আগামী বছর পাঞ্জাব থেকে ভোটে লড়তে পারেন তিনি, তবে সোনু একটি সাক্ষাৎকারে রাজনীতিতে যোগদানকে মিথ্যা ও ভিত্তিহীন বলে জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *