মমতা মুখ্যমন্ত্রী না হলে নুসরত কি এত সুবিধা পেতেন? বিস্ফোরক ভরত কল

নিউজ ডেস্ক: ভরত কল ভাই মুহূর্তে হিন্দি ধারাবাহিক ‘রিস্তো কা মাঞ্ঝা’তে অভিনয় করছেন । নায়ক থাকা ক্রুশল আহুজার বাবা। কাজ করছেন কলকাতায় বসেই। ধুতি, পাঞ্জাবি, উত্তরীয়তে বাঙালিবাবু সেজে শ্যুট করছেন অভিনেতা । সম্প্রতি অভিনেত্রী-তৃণমূল সাংসদ নুসরত জাহানের কীর্তিকলাপ নিয়ে মুখ খুললেন তিনি।

আরও পড়ুন- বিজেপির ভাঙ্গন অব্যাহত রেখে ২০০ টি পরিবারের তৃণমূলে যোগ ভবানীপুরে

সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের যে অংশ তিনি সেটা সবাই জানেন। ভোটের টিকিট তিনিও পেতে চান কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন। ক্ষমতার জন্যই কি রাজনীতিতে যোগদান, এই নিয়ে ভরত জানান, ‘আমার দাদু-বাবা আজীবন কংগ্রেস করতেন। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে সরে আসার পর ওই দলের আর কোনও ভবিষ্যৎ নেই। দিদির জন্যই আমি সক্রিয় ভাবে তৃণমূল কংগ্রেসে।’

আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি একবার নিজের ভাষণে নুসরত জাহানকে নিয়ে কটুক্তি করেছেন। তিনি বলেছিলেন, ‘মুসলিম হয়ে ছবিতে অভিনয় করছেন। ওঁকে বেঁধে মারা উচিত!’ সে প্রসঙ্গ নিয়ে ভরত বলেন, ‘২০২১-এর বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী বদল হলে নুসরত এবং তাঁর মতো বাকিরা এই স্বাধীনতা পেতেন?’

আরও পড়ুন- কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক তৃনমূল কংগ্রেসে যোগদানের পর বেসুরো রায়গঞ্জের বিজেপি বিধায়ক

নুসরতের ‘নিখিলের সঙ্গে বিয়ে অবৈধ’ মন্তব্য নিয়ে কোনও কথা বলেন নি ভরত। তিনি বলেন বিষয়টি আদালতের বিচারযোগ্য। নুসরত কার সাথে থাকছে বা কে তার সন্তানের বাবা এই নিয়ে সাধারণ মানুষের মাথাব্যথার সমালোচনা করেন তিনি। তিনি বলেন, ‘নুসরত কার সঙ্গে মিশবেন, থাকবেন, কার সন্তান ধারণ করবেন, সন্তানের পিতৃপরিচয় দেবেন কি দেবেন না– সম্পূর্ণ ওঁর ব্যাপার। কেন আমি ওঁর ব্যক্তিগত বিষয়ে নাক গলাতে যাব?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *