তোলাবাজির দায়ে টিকিট না পেয়ে বর্ষীয়ান নেতা অজিত পাঁজাকে অপমান পার্থ মিত্র-র

অজিত কুমার পাঁজা একজন বাঙালি বিশিষ্ট উচ্চশিক্ষিত পরিবার থেকে আসা তাবর নেতা এবং ব্যারিস্টার ছিলেন|তিনি ভারত সরকারের প্রাক্তন মন্ত্রী এবং ভারতীয় জাতীয় কংগ্রেস দলের বর্ষীয়ান নেতা হিসেবে পরিচিত।পরবর্তী কালে মমতা বন্দোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেস-এ আসেন এবং তৃণমূল কংগ্রেসের একজন অত্যন্ত গণ্যমান্য পৃষ্ঠপোশকও ছিলেন|মমতা বন্দোপাধ্যায় বরাবরই অজিত বাবুকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং অনেকে তাকে মমতার রাজনৈতিক উপদেষ্টাও মনে করতেন|

আরো পড়ুন-বিক্ষুব্ধদের মনোনয়ন প্রত্যাহারের প্রচেষ্টায় তৎপর তৃণমূল

অজিত পাঁজার প্রয়ানের পরও মমতা বন্দোপাধ্যায় আস্থা বজায় রেখেছেন এই পাঁজা পরিবারের উপর|অজিত পাঁজার পুত্রবধূ ডাঃ শশী পাঁজাকে দলে নিযুক্ত করেন মমতা|শশী পাঁজা একজন সফল চিকিৎসক হয়ে নিষ্ঠার সাথে পালন করে গিয়েছেন তার রাজনৈতিক লড়াইও|লড়াইয়ের এতটা পথ পেরিয়া আজ তিনি রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী|উত্তর কলকাতার শ্যামপুকুর কেন্দ্রকে উন্নয়নে মুড়িয়ে দিয়েছেন বিধায়ক তথা মন্ত্রী ডাঃ শশী পাঁজা|
আরো পড়ুন-মেসো শ্বশুর তথা তৃণমূল নেতার সাথে স্ত্রীর ছবি ভাইরাল হতেই স্ত্রীকে তিন তালাক দিলেন স্বামী

সামনেই কলকাতা পুরভোট কড়া নারছে আর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় এবার মূলত তরুণ প্রজন্মকে প্রাধান্য দিয়েছেন প্রার্থী তালিকায়|সেরমই ৮নং ওয়ার্ডে তৃণমূল প্রার্থী হয়েছেন প্রয়াত নেতা অজিত পাঁজার নাতনী ও মন্ত্রী ডাঃ শশী পাঁজার বড় কন্যা পূজা পাঁজা|প্রার্থী হিসেবে ময়দানে প্রথম লড়াই হলেও রাজনীতির ময়দান পূজার বহু পুরোনো পরিচিত|সেই ছোট বেলায় দাদু এবং সম্প্রতি মায়ের সঙ্গে এলাকার বহু উন্নয়নের কাজে ভাগ নিয়েছেন পূজা|
আরো পড়ুন-মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মত মেলেনি সরকারি চাকরি,সেই দাবী নিয়ে সরব নিহত শ্রমিকদের পরিবার

তবে এই এলাকার কিছু অসৎ লোক স্বার্থসিদ্ধিতে অসফল হয়ে হতাশ হয়ে পরেছেন এবং সেই হতাশা ও বিদ্বেশে কালিমালিপ্ত করছে বর্ষীয়ান নেতা অজিত পাঁজাকে ও সর্বপরী তৃণমূল কংগ্রেসকে|সেই লোক হচ্ছেন এই এলাকারই তৃণমূল নেতা পার্থ মিত্র|উল্লেখ্য,পার্থ মিত্র ও তার পুত্র শান মিত্র তোলাবাজিতে স্বনামধন্য এলাকায়|রাতের অন্ধকারে বিভিন্ন অস্বাধু কার্যকলাপের অভিযোগও আছে বাবা-ছেলের বিরুদ্ধে|আর এই সব অসৎ কাজে কিছুটা হলেও বাঁধা হয়ে দাড়িয়েছে পার্থ বাবুর টিকিট না পাওয়া|আর সেই ক্ষোভে ফেটে পরে অজিত পাঁজার মত একজন তৃণমূলের প্রথম সারির নেতাকে কটূক্তি করতে দেখা গিয়েছে পার্থ মিত্রকে|

আরো পড়ুন- রাজ্য সরকারের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে গুটখা বিক্রি,বিক্রি রুখতে অভিযানে পুলিশ-প্রশাসন

তবে দলের মধ্যে এই ধরণের আচরণ কখনোই বরদাস্ত করেননি মাননীয়া আর তাই ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *