সেক্টর ফাইভের ভুয়ো কল সেন্টার মামলায় গ্রেপ্তার মূল পান্ডা পঙ্কজ কুমার সিং

পুলিশ সূত্রে খবর, গত ৯ই আগস্ট সল্টলেক সেক্টর ফাইভ এলাকার ডিএন- ২৪ একটি অফিসে হানা দিয়ে এক ভুয়ো কল সেন্টারের হদিস মিলেছিল।

তারপর থেকেই তদন্ত করছিল বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্তে নেমে দুই মূল মাথা পঙ্কজ কুমার সিং এবং বৃজেশ কুমার সিং এই দুজনের নাম উঠে আসে পুলিশের কাছে।

গতকাল সল্টলেক থেকে চিতপুরের বাসিন্দা পঙ্কজ কুমার সিং কে গ্রেপ্তার করে পুলিশ তবে এই মামলায় আরও একজন মূল মাথা ব্রিজেস সিং এখনো পর্যন্ত পলাতক।

এর আগে মোট ১০ জনকে গ্রেপ্তার করেছিল সাইবার ক্রাইম থানার পুলিশ মূলত তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়েই এই দুই মূল মাথার নাম উঠে আসে।

তবে দুজনের মধ্যে একজন এখনো। আজ ধৃত পঙ্কজ কুমার সিং কে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে গোটা বিষয়ে তদন্ত করবে পুলিশ।

আরো পড়ুন – বিজেপির ভাঙ্গন অব্যাহত রেখে ২০০ টি পরিবারের তৃণমূলে যোগ ভবানীপুরে

পুলিশ সূত্রে আরো খবর, এই কল সেন্টারে মূলত ডাইরেক্টর হিসাবেই কাজ করতো পঙ্কজ কুমার সিং। এই কল সেন্টার থেকে মূলত বিদেশি নাগরিকদের তথ্য জোগাড় করত এবং পরবর্তীকালে বিদেশি নাগরিকদের মেইল আইডি এবং ফোন নম্বরে মেসেজ পাঠাতো যে তারা ওয়েবসাইট থেকে কিছু জিনিস কিনে ছিল ,সেই কারণে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়েছে।

সেই টাকা কাটার যথাযথ কারণ জানতে চাইলে একটি ফোন নম্বর দেয়া হতো বিদেশি নাগরিকদের মেইল আইডিতে সেই ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হত।

এই নম্বরে যোগাযোগ করলে তাদেরকে বিভিন্ন ভাবে বুঝিয়ে তাদের থেকে টাকা হাতিয়ে নেয়া হতো। এই ভাবেই চলত তাদের প্রতারণা চক্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *