আগামী রবিবার ধেয়ে আসছে আরও শক্তিশালী নিম্নচাপ

নিউজ ডেস্ক:ঘূর্ণাবর্তের জেরে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে চলছে প্রচন্ড বৃষ্টি। তার মধ্যেই আবার বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। আগামী রবিবার দক্ষিণবঙ্গের উপকূলে আরেকটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা। প্রবল বর্ষণের হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাসহ জেলাগুলিতে।

আরও পড়ুন-দার্জিলিংয়ে বিমল শিবির থেকে অনিত শিবিরে ৫০ পরিবার,সুখিয়াপোখরিতে ৭৫০ টি পরিবার তৃণমূলে

পূর্বাভাস অনুযায়ী শুক্রবার বঙ্গোপসাগরে মায়ানমার উপকূলে সৃষ্টি হবে একটি ঘূর্ণাবর্ত। যেটি শক্তি বাড়িয়ে সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী রবিবার পুরী থেকে গঙ্গাসাগরের মধ্যে কোনও জায়গা দিয়ে ভূভাগে প্রবেশ করবে সেটি।

এর জেরে দক্ষিণবঙ্গজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ওড়িশা দিয়ে ভূভাগে প্রবেশ করলে খুব বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বর্ষণের পূর্বাভাস কলকাতা রয়েছে।

আরও পড়ুন-হিজাব পরিহিতা দুর্গার ছবি এঁকে নেটিজেনদের ক্ষোভের মুখে শিল্পী!

নিম্নচাপটির কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪০-৪৫ কিলোমিটার হতে পারে । দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার হওয়ার সম্ভাবনা।

কাল রাত থেকে লাগাতার বর্ষণে এর মধ্যেই প্লাবিত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বৃষ্টিতে পুজোর মুখে পরিস্থিতি জটিল হচ্ছে এবং এর ফলে ব্যবসার ক্ষতি হবে আশঙ্কা করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *