কোভিশিল্ড- ফিরিয়ে দিল ৭০ বছরের মহিলার হারিয়ে যাওয়া দৃষ্টি শক্তি

জ্বর থেকে শুরু করে গা-হাত-পা বা মাথার মধ্যে ঝিমঝিমানি ভাব, করোনা ভাইরাস প্রতিরোধকারী ভ্যাকসিনের এই সাধারণ সব পার্শ্ব প্রতিক্রিয়ার কথা কারোর অজানা নয়। তবে সদ্য এমন একটি বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার কথা শোনা গেছে যা নিয়ে রীতিমত আলোড়ন সৃষ্টি হয়েছে চিকিৎসকদের মাঝে। আসুন জেনে নিই কি এমন সেই পার্শ্ব প্রতিক্রিয়া যা ভাবিয়ে তুলেছে সকলকে।

মহারাষ্ট্রের ওয়াশিমের বাসিন্দা মথুরাবাই বিদভে, বয়স প্রায় ৭০, তার দাবি সেরাম ইনস্টিটিউটের তৈরী কোভিশিল্ড নিয়েই তিনি ফিরে পেয়েছেন তার ৯ বছর আগে হারিয়ে যাওয়া দৃষ্টিশক্তি।

কোভিশিল্ড (Covishield) ভ্যাকসিনর কামালেই এমনটা হয়েছে বলে দাবি করেছেন  মথুরাবাই বিদভে।

৯ বছর আগে হারিয়ে গেছিল মথুরাবাই বিদভের দৃষ্টিশক্তি। হয়ত মনে একটা সুপ্ত বাসনা রয়েই গেছিল যে যদি কোনোদিন দৈবিক ভাবে তিনি ফিরে পান সেই দৃষ্টিশক্তি তাহলে আবারও প্রাণভরে দেখবেন এই বিশ্বকে, তবে তিনি জানতেন যে  সেটা তার অলীক স্বপ্ন মাত্রই।

তবে হঠাৎই এই স্বপ্ন পূরণ হয়ে যেতে, তিনি তার সমস্ত কৃতিত্ব দিয়েছেন সেরামের কোভিশিল্ডকে। যেই চোখ দুটিতে নয় বছর আগে নেমে এসেছিল অন্ধকার, তাতে কোভিশিল্ড নেওয়ার পর ৩০ থেকে ৪০ শতাংশ দৃষ্টি ফিরে এসেছে।

জানা গেছে, এই ব্যাপারটি খতিয়ে দেখতে বিশেষ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে ৭০ বছরেরে মথুরাবাই বিদভের শরীর।

মহারাষ্ট্রে এই কদিন আগে ভ্যাকসিন নেওয়ার পর এক ব্যক্তির শরীর চুম্বকে পরিণত হয়ে গেছে বলে শোরগোল উঠেছিল। পশ্চিমবঙ্গেও এরকম কিছু ঘটনার খবর পাওয়া গিয়েছিল। তবে চিকিৎসক মহল এই ধারণাকে বাতিল করে দেয় বৈজ্ঞানিক যুক্তির ভিত্তিতে। এবার মথুরাবাই বিদভের এই আশ্চর্যজনক দাবির মধ্যে কতটা সত্যতা লুকিয়ে আছে সেটা যাচাই করে দেখবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *