বহুতলে জল জমে থাকায়,সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম
এবার ডেঙ্গি সচেতনতাতে নিজেই পথে নেমে পড়লেন মেয়র। সকাল সকাল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হয়ে নিজের এলাকা, পায়ে হেঁটে ঘুরলেন।দিলেন গ্রেফতারির নির্দেশও|
আরো পড়ুন-‘সাবধানে ঘোরাফেরা করুন,কোথায় টপকে যাবেন বলা যায়!’:বিরোধীদের হুঁশিয়ারি মদনের
চেতলায় নিজের ওয়ার্ডে ডেঙ্গি-বিরোধী অভিযানে নেমে হুঁশিয়ারি দিলেন মেয়র। পুরসভা নোটিস দেওয়া সত্ত্বেও নির্মীয়মাণ বহুতলে জল জমে থাকায়, সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশও দিলেন তিনি ।
আরো পড়ুন-স্বাস্থ্য কেন্দ্র গড়ার জন্য সরকারি জমি দখল করা নিয়ে প্রতিবেশীদের বিরোধ
এদিন নিজের ওয়ার্ডে সচেতনতা প্রচারে নামলেন মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মিছিল করে এলাকা পরিক্রমা পাশাপাশি, চলল মাইকে প্রচার।