বায়ুসেনায় আসছে তেজস ফাইটার বিমান, হবে ৫০ হাজার কোটির চুক্তি

নিউজ ডেস্ক: সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে তিন বাহিনীর শক্তি বৃদ্ধিতে বিশেষ নজর দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। বায়ু সেনাকে আরও শক্তিশালী করে তুলতে আনা হচ্ছে এক ঝাঁক তেজস ফাইটার জেট। বায়ু সেনার বর্তমান মিগ ফাইটার জেটগুলিকে ধীরে ধীরে সরিয়ে ফেলা হবে। তেজস ফাইটার জেট কিনতে খুব শীঘ্রই পঞ্চাশ হাজার কোটি টাকার একটি চুক্তি হতে চলেছে।

চুক্তি অনুযায়ী ৮৩ টি তেজস ফাইটার জেট কেনা হবে। এই অত্যাধুনিক বিমান কেনার ব্যাপারে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা সবুজ সঙ্কেত দিয়েছে বলে সূত্রের খবর। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হচ্ছে এয়ারো ইন্ডিয়া। সেখানেই এই ফাইট ফাইটার জেট কেনার ব্যাপারে হ্যালের সঙ্গে চুক্তি হবে। অত্যাধুনিক তেজস হাতে এলে বায়ুসেনা থেকে সরে যাবে মিগ বিমান।

বর্তমানে বায়ু সেনায় মিগ বিমানের চারটি স্কোয়াড্রন আছে। উল্লেখ্য, মিগ বিমানগুলি অতিরিক্ত পুরনো হয়ে গিয়েছে। যে কারণে ভেঙে পড়ছে একের পর এক মিগ। তাই মিগ বিমানকে ধীরে ধীরে সরিয়ে ফেলার পরিকল্পনা আগেই নিয়েছিল বায়ুসেনা। মিগ বিমানগুলির পরিবর্তে ১৪৪ টি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে বায়ুসেনা।

সুখোই-৩৫, মিগ-৩৫ সহ একাধিক বিমান থাকলেও শেষ পর্যন্ত বায়ুসেনা অত্যাধুনিক তেজসকেই বেছে নিয়েছে। এই বিমান সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। লাদাখের মতো প্রতিকূল আবহাওয়াতেও এই বিমান সমান রকম কার্যকর। ৮৩ টি তেজস বিমান কিনতে সরকারের খরচ হবে ১.৩ লাখ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *