৭ ফেব্রুয়ারি ডুমুরজলায় বিজেপির পাল্টা সভা করতে চলেছে তৃণমূল

নিউজ ডেস্ক: সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার একটা হিড়িক পড়েছে। রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষালের মতো তৃণমূলের হেভিওয়েট নেতারা শনিবার দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। ওই সব নেতাদের দল ছাড়ার পর দিন রবিবার হাওড়ার ডুমুরজলায় এক বড় মাপের সভা করল বিজেপি।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই সভায় উপস্থিত থাকার কথা থাকলেও দিল্লির বিস্ফোরণের কারণে তিনি যোগ দিতে পারেননি। তবে ভার্চুয়াল প্রক্রিয়ায় অমিত শাহ ভাষণ দিয়েছেন। এদিন এই সভায় কেন্দ্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ওই সভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও সদ্য দলে যোগ দেওয়ার রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। বিজেপির এই সভা শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ওই একই স্থানে পাল্টা সভা করার কথা ঘোষণা করল রাজ্যের শাসক দল তৃণমূল।

সূত্রের খবর ৭ ফেব্রুয়ারি ওই সভা থেকে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তুলেছে তার পাল্টা জবাব দিতে চাইছেন দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় এই কথা জানিয়েছেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ রায়। রবিবার রাতে অরুপবাবু পরিষ্কার জানিয়ে দেন, ৭ ফেব্রুয়ারি ডুমুরজলাতেই তৃণমূল কংগ্রেস পাল্টা সভা করবে। ওই সভা থেকেই বিজেপির যাবতীয় অভিযোগের উত্তর দেওয়া হবে।

রাজনৈতিক মহল মনে করছে প্রবীর ঘোষাল, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত হেভিওয়েট তৃণমূল নেতারা চলে যাওয়ায় মুখে স্বীকার না করলেও তৃণমূলের কিছুটা ক্ষতি হয়েছে। তাই দল বুঝে-সুঝে পাল্টা পদক্ষেপ করতে চাইছে। একই সঙ্গে বিজেপির আনা সব অভিযোগের জবাব দিতে চাইছে দল। বিশেষ করে দুর্নীতি সংক্রান্ত সব অভিযোগের জবাব দিতে চাইছে দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *