‘‌নাই নাই ভয় হবে হবে জয়, আপনারাই পদ্মফুল ফোটাবেন’, দাবি প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার বিধানসভায় নির্বাচনী সভা বক্তব্যর সময় প্রধানমন্ত্রী বলেন, ‘‌নন্দীগ্রামে যা হলো তা আমরা সবাই দেখলাম। এটা দেখা যাচ্ছে দিদি হার মেনে নিয়েছে। আপনি আবার আর একটা আসন থেকে দাঁড়াবেন না তো!‌ আপনাকে বাংলার ছেলেমেয়েদের হত্যার হিসেব দিতেই হবে। রক্তের খেলার হিসেব দিতেই হবে। বাংলায় রক্তের খেলা চলবে না।’

প্রধানমন্ত্রী আরো জানান , ‘‌এখনও পর্যন্ত বাংলায় ভোটদানের গতিপ্রকৃতিতে স্পষ্ট, বিজেপিই আসছে। আসল পরিবর্তন হতে চলেছে বাংলায়। দশ বছর শোষন আর তোষন করে তৃণমূল কংগ্রেসের কাছে বাংলা খেলার মাঠ হয়ে উঠেছিল। এখনও খেলার মাঠ আছে। খেলার মাঠই থাকবে। তবে ক্ষমতায় আসার পর বিজেপির জন্যে বাংলা উন্নয়নের মাঠ হয়ে উঠবে। বিজেপির জন্যই বাংলা শিক্ষার মাঠ হয়ে উঠবে। বিজেপির জন্যই বাংলা শিল্পের মাঠ হয়ে উঠবে।’

নন্দীগ্রামের ভোট বিজেপির পক্ষেই গিয়েছে বলে তিনি জানিয়েছেন আর বলেছেন, ‘‌প্রথম দফার ভোটে মানুষের যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, তাতে ২০০–র বেশি আসন নিশ্চিত। গোটা বাংলা যা করবে, নন্দীগ্রাম তা আজই দেখিয়ে দিয়েছে। ১০ বছর যদি ঠিকভাবে কাজ করতেন তাহলে কী আজ অন্য দলের কাছে সাহায্য চাইতে হত? বাংলার লোকেদের ভুলেই গিয়েছেন তিনি। তাঁকে যদি জিজ্ঞেস করা হয়, বাংলার জন্য দশ বছরে কী কাজ করেছেন, বলতে পারবেন না দিদি।’

রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন ধার করে নরেন্দ্র মোদী জানান, ‘‌নাই নাই ভয় হবে হবে জয়। আপনারাই পদ্মফুল ফোটাবেন। দিদি, আপনি আমাকে যতখুশি গালি দিন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের আস্থা, রামকৃষ্ণ পরমহংস ও চৈতন্য মহাপ্রভুর সংস্কারকে আমি গালি দিতে দেব না। আপনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অন্য রাজ্যের লোকেদের অপমান করা আপনাকে মানায় না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *