বহিরাগত ইস্যুকে ফুঁৎকারে উড়িয়ে প্রচারে আত্মবিশ্বাসী বালুরঘাটের বিজেপি প্রার্থী

নিউজ ডেস্ক: বহিরাগত নই, অবিভক্ত দিনাজপুরের রায়গঞ্জের মামা বাড়ি ছিল আমার। তাহলে আমি কি করে বহিরাগত হলাম বুধবার প্রচারে বেড়িয়ে এমনই ভাবেই জেলা বিজেপি এবং জনগণের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী।

বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই প্রার্থী নিয়ে বিভিন্ন জেলাতেই বিক্ষোভ দেখিয়েছে দলীয় প্রার্থীরা। বালুরঘাটেও অশোক লাহিড়ী কে নিয়ে অসন্তোষ রয়েছে জেলা বিজেপির মধ্যে। বারবার বহিরাগত ইস্যু টেনে এনেছে বিজেপির কর্মীরা। বুধবার বহিরাগত ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জল্পনার অবসান করলেন বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। তিনি বলেন, আগামী দিনে বালুরঘাটের মানুষ যদি আমাকে মেনে নেন তাহলে এখানেই থাকবেন আর যদি প্রত্যাখ্যান করেন তাহলে তিনি মাঝেমধ্যে বালুরঘাটে আসবেন। প্রসঙ্গত, বুধবার বিজেপি প্রার্থী হিসেবে অশোক লাহিড়ী বালুরঘাটে এসেই শুরু করে দিলেন জনসংযোগ। বুধবার সকালে বালুরঘাটে পৌঁছেই তিনি পুজো দেন বালুরঘাট চকভবানী কালিবাড়িতে। এরপর রাস্তার পাশের দোকান থেকে চায়ে পে চর্চার মাধ্যমে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। নির্বাচনে জয় লাভ করলে জেলার উন্নয়নে কি কি বিষয় হতে পারে তা তিনি খতিয়ে দেখবেন । জোর দেবেন হিলি থেকে মেঘালয় তুরা পর্যন্ত করিডর যাতে চালু হয় তার ওপর। বাংলায় পড়াশোনা বাংলাতেই বেড়ে ওঠা বাংলা তাকে প্রচুর দিয়েছে কিন্তু তিনি বাংলা কিছু দিতে পারেননি। মূলত এই ভাবনা থেকেই রাজনীতিতে আসা তাঁর। বাংলার জন্য কিছু করতে চান সেই জন্যই বিজেপির পদপ্রার্থী হচ্ছেন তিনি। এমনটাই জানালেন বালুরঘাটের বিজেপির প্রার্থী অশোক লাহিড়ী। সবশেষে হাতে তুলে নেন রঙ তুলি। দেওয়ালে নিজের নামে ছোঁয়ালেন রঙের ছোঁয়া। আজকের এই প্রচারে দলীয় কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। তবে কোনও দিক থেকেই মনে হয়নি যে প্রার্থী অশোক লাহিড়ীকে দলীয় কর্মীদের সমর্থন পাইয়ে দিতে কয়েকদিন আগেই আসরে নামতে হয়েছিল বিজেপি নেতা সায়ন্তন বসুকে। এখন দেখার দক্ষিণ দিনাজপুর জেলায় ২০১৯ এর ফল পুনরায় ২০২১ এ ধরে রাখতে পারে কিনা ভারতীয় জনতা পার্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *