বিনামূল্যে টিকাকরণ নিয়ে মোদিকে টুইটে কটাক্ষ মমতার

নিউজ ডেস্কঃ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন ২১ জুন থেকে ১৮ বছরের উর্ধে সব নাগরিককে বিনামূল্যে কোরোনার টিকা দেবে ভারত সরকার। এরপরেই টুইট করে প্রধানমন্ত্রীকে খোঁচা দিলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “দীর্ধদিন ধরে বিনামূল্যে যে দাবি তোলা হয়েছিল, চাপের মুখে অবশেষে তা মেনে নিলেন প্রধানমন্ত্রী। সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী ঘোষণা করেন দেশে মোট উৎপাদিত ভ্যাকসিনের ৭৫% কিনে নেবে কেন্দ্র সরকার এবং বিনামূল্যে তা তুলে দেওয়া হবে রাজ্য সরকারগুলির হাতে।

টিকাকরণের এই প্রক্রিয়া আগামী ২১এ জুন যোগ দিবস থেকে শুরু হবে। মুখমন্ত্রী কটাক্ষ করেন অতিমারীর গোড়াতেই সাধারণ মানুষের কথা ভাবা উচিত ছিল কেন্দ্রের। কিন্তু দুর্ভাগ্যবশত এতো দেরি করে পদক্ষেপ নেওয়ায় বহু মানুষ প্রাণ হারালেন। আশা করি, এবার শুধু নিজেদের প্রোপাগান্ডা না করে ভালোভাবে টিকাকরণ অভিযান করবে কেন্দ্র।

এদিন প্রধানমন্ত্রী জানান, ১৬ই জানুয়ারী থেকে এপ্রিলের শেষ পর্যন্ত টিকাকরণ মূলত কেন্দ্রের হাতেই ছিল। দেশ বিনামূল্যে টিকাকরণের দিকেই এগোচ্ছিল কিন্তু স্বাস্থ যেহুতু মূলত রাজ্যের ব্যাপার তাই অনেক রাজ্য টিকাকরণের ভার নিজেদের হাতে চাইছিল। তাই ভারত সরকার রাজ্যগুলির ওপর টিকাকরণের ভার ছেড়েছিল। তবে অনেক রাজ্য সরকারের টিকাদান সমস্যা হচ্ছিল। এই সমস্যা মেটাতেই কেন্দ্র সব নাগরিককে টিকাকরণের দায়িত্ব নিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *