বাস ভাড়া বৃদ্ধি-বিষয় ৩ সদস্যের কমিটি গঠন পরিবহন মন্ত্রকের

নিউজ ডেস্কঃ দেশ জুড়ে ক্রমশ জ্বালানি তেলের দাম বাড়ছে। সেই সঙ্গে করোনা সংক্রমণ রুখতে লোকডাউনের ফলে বাস মালিকদের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে রাজ্যের মুক্ষমন্ত্রী ও পরিবহন মন্ত্রীর কাছে চিঠি দিয়ে তাঁরা বাসের ভাড়া বাড়ানোর দাবিতে সরব হয়েছেন। সেই দাবি খতিয়ে দেখতে রাজ্যের পরিবিহীন মন্ত্রী একটি কমিটি গঠন করেন এবং রাজ্যে ই-বাসের সংখ্যা বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। সোমবার পরিবহন বিভাগের কর্তাদের সঙ্গে বৈঠক করেন ফিরহাদ হাকিম।

পরিবহন বিভাগের দুই কর্তা ও অর্থ দফতরের এক করতে কে নিয়ে তৈরী হয়ে কমিটি। কমিটির সদস্যরা দফায় দফায় বাস মালিকদের সঙ্গে ভাড়া বৃদ্ধি নিয়ে বৈঠক করবেন এবং রিপোর্ট জমা দেবেন পরিবহন মন্ত্রীদের। বাস মালিকদের সঙ্গে আলোচনা করে তাদের পছন্দমতো রুট দেওয়া হতে পারে।

শহর ও শহরতলিতে বিভিন্ন এলাকায় মেট্রোর কাজ চলছে। সেই সমস্ত এলাকার যাত্রীদের সুবিধার জন্য বাসের রুট পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রয়োজনে নতুন অটো রুট ও চালু হতে পারে বলে জানিয়েছেন তিনি। যাত্রী পরিষেবার সাথে সাথে পরিবেশ দূষণ রোধের দিকে দৃষ্টি দিয়ে শহরে ই-বাসের সংখ্যা বাড়ানো নিয়েও বোরো সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি জানান, “পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্যে পুরোনো সরকারি বাস বদলে ই-বাস নামানো হবে। আগামী ডুবোচরের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা চলছে। এই বাসের ক্ষেত্রে ভাড়ার বিষয়টা আম জনতার চিন্তার বিষয় হবে না। ” এছাড়া গঙ্গায় ই-ভেসেল চালানোর বিষয় ও বৈঠক করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *