করোনার জেরে ভারতীয় অর্থনীতি কতটা সংকুচিত হবে

নিউজ ডেস্ক: এর আগে দুই আন্তর্জাতিক রেটিং সংস্থা ভারতীয় অর্থনীতি ১০ শতাংশের বেশি সংকুচিত হবে বলে জানিয়েছিল। এবার দেশের অর্থনীতি সম্পর্কে একই কথা বলল রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট। রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে বলা হয়েছে, চলতি অর্থবছরে ভারতীয় অর্থনীতি ৫.৯ শতাংশ সংকুচিত হবে।

আশার কথা এই যে, অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ভারতীয় অর্থনীতির সংকোচনের হার আরও অনেক বেশি হবে বলে জানিয়েছিল। রাষ্ট্রসঙ্ঘের প্রকাশিত রিপোর্টে আরও বলা হয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি নিশ্চিতভাবেই ঘুরে দাঁড়াবে। এই রিপোর্টে কর্মহীনতার বিষয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ভারতে অর্থনৈতিক কর্মকাণ্ডের সংকোচনের কারণে বেকারত্ব আরও বাড়বে। কাজ হারিয়ে বহু মানুষ কর্মহীন হয়ে পড়বেন। এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে করোনা ভাইরাসের জন্য।

করোনা ঠেকাতে গোটা দেশজুড়ে মার্চ মাস থেকে লকডাউন চলছে। লকডাউনের কারণেই ভারতীয় অর্থনীতির এই অস্বাভিক পতন। রাষ্ট্রসঙ্ঘের এই রিপোর্টে আশা প্রকাশ করা হয়েছে, লকডাউন আংশিক শিথিল করে আর্থিক ক্রিয়াকলাপ কিছুটা হলেও শুরু হয়েছে। যে কারণে ২০২১-২২ অর্থবর্ষে ভারত তাদের এই আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠবে। শুধু কাটিয়ে ওঠা নয়, ২০২১-২২ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৪ শতাংশ হতে পারে। রাষ্ট্রসঙ্ঘের এই রিপোর্ট নরেন্দ্র মোদি সরকারের কাছে অন্ধকারে আশার আলো। চলতি বছরে সরকার প্রথম ত্রৈমাসিকের যে হিসাব পেশ করেছে তাতে অর্থনীতি প্রায় ২৪ শতাংশ সংকুচিত হয়েছে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *