দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবারের আইপিএল অনুষ্ঠিত হবে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে, আরবের আমিরশাহীতে।

ভারত সরকারের তরফ থেকে দেশের বাইরে আইপিএল আয়োজনের সবুজ সঙ্কেত মেলার পর, রবিবার ২ আগস্ট আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।

১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু। প্রতিবারের ন্যায় রাত ৮টা নয়, এইবারের আইপিএলের খেলা শুরু হবে রাত সাড়ে ৭টা থেকে‌। টাইটেল স্পনসর ভিভোই থাকছে। মোট ৫১ দিন ধরে চলবে আইপিএল। এই প্রথম রবিবার নয়, আইপিএলের ফাইনাল ম্যাচের দিন হিসেবে মঙ্গলবার ১০ নভেম্বর কে বেছে নেওয়া হয়েছে।

শারজা, দুবাই ও আবুধাবিতে হবে আইপিএলের খেলাগুলি। প্রতি দলে থাকতে পারবেন ২৪ জন করে ক্রিকেটার। কোভিড-১৯ সাবস্টিটিউট নেওয়ার সুযোগ থাকবে প্রতিটি দলগুলির কাছে। একদিনে দু’টি  করে ম্যাচ, এমনটা থাকছে মোট ১০ দিন‌।  সেই বিশেষ দিনগুলিতে, প্রথম ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে তিনটেয়। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই আইপিএল কর্মসূচীর মধ্যে মহিলাদের আইপিএলও অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *