সোদপুরে ৫০০ গ্রাম সোনা দিয়ে তৈরি করা হলো কালীপূজার খুঁটি

নিজস্ব প্রতিনিধ:নাটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের ৬২ তম বর্ষের শ্যামা পূজার খুঁটিপূজো অনুষ্ঠিত হলো মহাসড়ম্বরে। এ বছর তাদের খুঁটি পুজোতেই রেখেছে চমক যেখানে ৫০০ গ্রাম সোনা দিয়ে তৈরি করা খুঁটি পুজো করা হলো।

আরো পড়ুন-পুজো কার্নিভ্যাল-এ অংশ নিচ্ছেনা সুব্রত-র স্বাদের ‘একডালিয়া এভারগ্রিন’

সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে শুরু হয় খুঁটি পূজার সূচনা এরপর স্থানীয় বিশিষ্ট বর্গের উপস্থিতিতে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো আজ। এদিনের খুঁটিপূজো অনুষ্ঠানে হাজির ছিল পানিহাটি পৌরসভার উপ পৌর প্রধান সুভাষ চক্রবর্তী সহ প্রাক্তন জাতীয় দলের ফুটবলার জয়দেব চক্রবর্তী পৌর প্রতিনিধি সোমনাথ দে মিঠু মজুমদার টুলু রানী দাস সহ স্থানীয় বিশিষ্ট বর্গ।

আরো পড়ুন-১৮ কোটি টাকার ফিক্সড ডিপোজিট অনুব্রত মন্ডলের!সিবিআই চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য

স্থানীয় মহিলাদের সহযোগিতায় সোনার খুঁটির নির্মাণ করে খুঁটিপুজো অনুষ্ঠিত হয়েছে এমনটাই জানালেন পুজো কমিটির সম্পাদক সুজিত দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *