পুজো কার্নিভ্যাল-এ অংশ নিচ্ছেনা সুব্রত-র স্বাদের ‘একডালিয়া এভারগ্রিন’

দক্ষিণ কলকাতার অন্যতম পুজো ‘একডালিয়া এভারগ্রিন’|কলকাতার বাকি সব ঐতহ্যবাহী পুজোরা যখন ব্যস্ত কার্নিভ্যালে যাওয়ার জন্য,তখন ‘একডালিয়া এভারগ্রিন’ এই আনন্দ উৎসব থেকে বিরত থাকছে|কারনটাও যথেষ্ঠ স্বাভাবিক….

আরো পড়ুন-১৮ কোটি টাকার ফিক্সড ডিপোজিট অনুব্রত মন্ডলের!সিবিআই চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য

পুজোর প্রধান পৃষ্ঠপোষকের ছিলেন প্রয়াত দাপুটে নেতা সুব্রত মুখোপাধ্যায়|গত বছরই প্রয়াত হয়েছেন তিনি এবারের পুজোটা একেবারেই অন্যরকম একডালিয়ায়। তাই এ বছর পুজো কার্নিভ্যালেরও অংশ নিচ্ছে না এই পুজো।উল্লেখ্য,এ বছর আহমেদাবাদের মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ|

আরো পড়ুন-টিটাগরে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইপোর হাতে খুন হতে হল কাকাকে

পুজো কমিটির সম্পাদক গৌতম মুখোপাধ্যায় বলেন, “আমাদের পুজোর প্রধান পৃষ্ঠপোষক সুব্রত মুখোপাধ্যায় নেই। তাই এ বছর আমরা কোনও অনুষ্ঠানই সেভাবে পালন করিনি। প্রথম থেকেই আমরা জানিয়েছিলাম উৎসবে অংশ নেব না আমরা। কেবলমাত্র ঐতিহ্য মেনে দুর্গাপুজো করা হয়েছে। সুব্রতদা নেই, তাই আমাদের কারওই মন ভালো নেই। ফলে পুজো কার্নিভ্যালেও আমরা অংশ নিচ্ছি না।”একাদশীর রাতেই বাবুঘাটে নিয়ম মেনে বিসর্জন দেওয়া হয় একডালিয়া এভারগ্রিনের মাতৃপ্রতিমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *