নির্বাচনী প্রতিশ্রুতি মতোই গুয়ান্তানামো কারাগার বন্ধ করে দিলেন বাইডেন

নিজস্ব প্রতিনিধিঃ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে তিনি গুয়ান্তানামো কারাগার বন্ধ করে দেবেন। প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার কয়েক মাসের মধ্যেই সেই সিদ্ধান্ত কার্যকর করলেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কংগ্রেসের অনুমোদনের পর গুয়ান্তানামো কারাগার বন্ধ করার সিদ্ধান্ত নিল বাইডেন প্রশাসন। যে কারণে মায়ামির ক্যাম্প ৭ থেকে সমস্ত বন্দিদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আন্তর্জাতিক মহল মনে করছে বাইডেনের এই সিদ্ধান্ত এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করল। গুয়ান্তানামো কারাগার বন্ধ করে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছিল কয়েকদিন আগেই। ক্যাম্প ৭ থেকে প্রায় ৪০ জন বন্দিকে আগেই ক্যাম্প ৫-এ সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই কারাগারকে ঘিরে প্রথম থেকেই তৈরি হয়েছে একের পর এক বিতর্ক। গুয়ান্তানামো কারাগার মূলত মার্কিন সেনার অপারেশন কেন্দ্র। কিউবা যুদ্ধের সময় থেকে গুয়ান্তানামো সৈকতের কাছে বেশ কয়েকটি বন্দিশিবির তৈরি করেছিল মার্কিন সেনা।

দীর্ঘদিন ধরেই এই কারাগারগুলি বন্ধ করার দাবি উঠেছিল। এই কারাগারে মার্কিন সেনা বন্দিদের উপর অকথ্য অত্যাচার চালায় বলে বারে বারে অভিযোগ উঠেছে। উঠেছে মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ। কিন্তু এতদিন সে সব অভিযোগকে আদৌ আমল দেয়নি মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন গুয়ান্তানামো কারাগার বন্ধ করে দেবেন। ক্ষমতায় এসে তিনি সেই সিদ্ধান্ত কার্যকর করলেন।

অভিযোগ উঠেছিল, ৯\১১ জঙ্গি হামলার ঘটনায় এই গুয়ান্তানামো জেলের পাঁচ বন্দি ষড়যন্ত্রে লিপ্ত ছিল। শেষ পর্যন্ত মার্কিন কংগ্রেসের অনুমোদন মেলায় বন্ধ করে দেওয়া হল গুয়ান্তানামো কারাগার। গুয়ান্তানামো কারাগার বন্ধ করে দেওয়ার জন্য ঘরে-বাইরে প্রশংসিত হয়েছেন বাইডেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *