বিজেপি ও তৃণমূল একই বৃন্তে দুটি ফুল : বিমান

নিজস্ব প্রতিনিধি: বিজেপি ও তৃণমূল একই বৃন্তে দুটি ফুল, এটা এখন প্রমাণ হয়ে গিয়েছে। সোমবার এই ভাষাতেই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি বাসস্ট্যান্ডে জনসভায় যোগ দেওয়ার আগে এই মন্তব্য করেন রাজ্য সিপিএমের বর্ষীয়ান এই নেতা।

বিমানবাবুর দাবি, নন্দীগ্রামে বিজেপির প্রার্থী বলে কিছু নেই। যিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি কিছু দিন আগে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন। স্বাভাবিকভাবেই নন্দীগ্রামে বাম প্রার্থীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে যখন তৃণমূল কংগ্রেস হয়েছিল তখন তার ধাত্রী ছিল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। স্বাভাবিক ভাবেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা বোঝাপড়া আছে। খুবই সুক্ষ্মভাবে ধর্মীয় মেরুকরণে অগ্রসর হয়েছে দুই দল।

সংযুক্ত মোর্চা এবার রাজ্যে কটি আসন পাবে? এই প্রশ্নের জবাবে বিমান বসু বলেন, আট পর্বে নির্বাচন হবে রাজ্যে। নির্বাচন শেষ হওয়ার আগে সংযুক্ত মোর্চা পাবে কতগুলি আসন পাবে এটা বলা কঠিন। আমি কোনও জ্যোতিষী নই। তাই আমার পক্ষে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। নির্বাচন চলাকালীন বিভিন্ন জনসভা বন্ধ করার জন্য তাঁরা নির্বাচন কমিশনের দারস্থ হবেন বলেও বিমানবাবু জানান। কারণ তাঁরা মনে করেন, অন্যত্র সভা হলেও টেলিভিশনে সেটা সরাসরি সম্প্রচার হওয়ার ফলে ভোটারদের উপর প্রভাব পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *