বিনা পয়সায় রাজ্যের মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে, বড় ঘোষণা মমতার

নিউজ ডেস্ক: ভ্যাকসিন নিয়ে বৈষম্যের অভিযোগ তিনি অনেক আগেই তুলেছিলেন। এবার সাম্য–নীতির কথা বললেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত প্রাপ্তবয়স্কদের এবার বিনা পয়সায় টিকা দেওয়ার কথা ঘোষণা করলেন। দক্ষিণ দিনাজপুরে তপনের সভা থেকে বৃহস্পতিবার এই কথা জানান তিনি। তার এই বক্তব্যকে সমর্থন করেন উপস্থিত জনতা। ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের দড়ি টানাটানি চলছিল। দড়ি টানাটানিতে ইতি টেনে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই। এদিন জনসভায় করোনা নিয়ে মোদী সরকারকে তুলোধনা করেন তিনি।

বুধবারই সেরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য সরকারগুলিকে কোভিশিল্ডের প্রতিটি ডোজ ৪০০ টাকায় বিক্রি করা হবে। বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে কোভিশিল্ডের প্রতি ডোজের দাম হবে ৬০০ টাকা। কেন্দ্র প্রতি ডোজ পাবে মাত্র ১৫০ টাকায়। এই বৈষম্য নিয়েই তৃণমূল নেত্রী সরব হয়েছিলেন। সেরামের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী দু’মাস তাদের উৎপাদনের ৫০ শতাংশ টিকা কেন্দ্রীয় সরকারকে দেওয়া হবে। আর বাকি ৫০ শতাংশ রাজ্য সরকার এবং বেসরকারি হাসপাতালগুলিতে যাবে।

এই দাবির বিরোধিতা করে মমতা জানান, ‘‌দিল্লি যদি ৬ মাস আগে থেকে টিকা দিত তাহলে আর কারও করোনা হতো না। আমি নরেন্দ্র মোদীকে বলেছিলাম আমাকে ভ্যাকসিন দিন আমি বিনা পয়সায় সবাইকে দেব। এখন বলছেন ভ্যাকসিন নিজেরা জোগাড় করে নিন। পিএম কেয়ারের টাকা দিয়েই দেশের মানুষকে বিনা পয়সায় টিকা দেওয়া যেত। কোথায় গেল সেই টাকা? পরিস্থিতি যদি খারাপের দিকে যায় তাহলে রাজ্যের মানুষকে বিনা পয়সায় টিকা দেওয়া হবে।’‌

এদিন জনসভা থেকে সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ছেলের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *